IND vs NZ

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিলো ভারতের প্রথম টেস্ট ম্যাচ (IND vs NZ)। কিন্তু বৃষ্টিতে খেলাই হয় নি প্রথম দিন। আজ সকালে আবহাওয়ার উন্নতি হওয়ায় শেষমেশ মাথে নামেন ক্রিকেটাররা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পরিসংখ্যান বলছে যে বেঙ্গালুরুতে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যাই বেশী। কিন্তু বৃষ্টিস্নাত চিন্নাস্বামীর পিচের ভিজে ভাব’কে কাজে লাগিয়ে ম্যাচের প্রথম আধা ঘন্টাতে জ্বলে ওঠেন কিউই পেস ত্রয়ী। প্রথম ধাক্কা দেন টিম সাউদী (Tim Southee)। তাঁর দুর্দান্ত ইনস্যুইং-এ উইকেট হারান রোহিত শর্মা। এর কিছুক্ষণের মধ্যেই ফিরতে হয় বিরাট কোহলিকেও (Virat Kohli)। উইলিয়াম ও’রোর্কের অতিরিক্ত বাউন্সের কোনো জবাবই দিতে পারেন নি তিনি।

Read More: IND vs NZ 1st Test: কনওয়ের দুরন্ত ক্যাচ, খাতা খোলার আগেই সাজঘরে সরফরাজ !!

ঘাড়ের পেশিতে টান লাগায় চিন্নাস্বামীতে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারছেন না শুভমান গিল (Shubman Gill)। পাঞ্জাবের তরুণের বদলে আজ টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি। নতুন পজিশনে মানিয়ে নিতে পারলেন না ভারতীয় মহাতারকা। স্যুইং ও বাউন্সের বিরুদ্ধে শুরু থেকেই বেশ সমস্যায় ছিলেন। শেষমেশ বাউন্স সামলাতে না পেরে ছুঁড়ে এলেন উইকেট। নবম ওভারের শেষ ডেলিভারিটি উইলিয়াম ও’রোর্ক পিচ করিয়েছিলেন অফ স্টাম্পের খানিক বাইরে। স্যুইং করে ভেতরের দিকে এসেছিলো বল’টি। অতিরিক্ত বাউন্স থাকায় লেগ সাইডে সহজে বলটিকে ঠেলতে পারেন নি কোহলি (Virat Kohli)। ব্যাটের বদলে তাঁর গ্লাভসে লেগে বল যায় লেগ গালি’র দিকে। বেশ খানিকটা সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেন গ্লেন ফিলিপস।

৯ বল খেললেও আজ খাতা খুলতে পারেন নি বিরাট (Virat Kohli)। তিনি শূন্য করে সাজঘরে ফিরতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। জুন মাসের টি-২০ বিশ্বকাপ থেকেই রানের মধ্যে নেই ভারতীয় কিংবদন্তি। তাঁর লাগাতা অফ ফর্ম চিন্তা বাড়িয়েছে অনুরাগীদের মনে। সমাজমাধ্যমে জমেছে কটাক্ষের পাহাড়’ও। ‘অনেক হয়েছে। এবার অবসরের চিন্তাভাবনা শুরু করে দাও’ লিখেছেন একজন। ‘এভাবে চলতে থাকলে ভবিষ্যতেও বারবার মুখ পুড়বে’ মন্তব্য আরও একজনের। ‘এমন দায়িত্বজ্ঞানহীন ও জঘন্য ব্যাটিং অবাক করেছে’ হতাশার সুর স্পষ্ট এক নেটিজেনের মন্তব্যে। আগামী মাসে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। তার আগে দেশের সেরা ব্যাটিং অস্ত্রের হতশ্রী ফর্ম ক্ষোভের জন্ম দিয়েছে ক্রিকেটজনতার মধ্যে। ‘এভাবে খেললে অস্ট্রেলিয়ায় জয়ের কোনো আশাই নেই’ মতামত এক টিম ইন্ডিয়া ভক্তের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs NZ 1st Test: “ডুবিয়েই ছাড়বে…” সাউদী’র স্যুইং-এ পরাস্ত রোহিত, আউট হতেই জুটলো সোশ্যাল মিডিয়ার কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *