IND vs NZ: একদিনের সিরিজে ভারতের সামনে দাঁড়াতেই পারে নি নিউজিল্যান্ড। হায়দ্রাবাদ, রায়পুর হোক বা ইন্দোর, আগাগোড়া ব্যাকফুটেই থাকতে হয়েছে তাদের। সেইজন্যই টি-২০তেও বিশেষ গুরুত্ব তাদের দেন নি বিশ্বের ক্রিকেটজনতা। কিন্তু সকল হিসেবনিকেশ উলটে ফেভারিট ভারতের জয়রথ বেলাইন করে দিলো আজ কিউইরা। রাঁচিতে প্রথম টি-২০তে ‘টিম ইন্ডিয়া’কে ২১ রানে হারিয়ে সিরিজে ১-০ ফলে এগিয়ে গেলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner), ঈশ সোধিরা। নিউজিল্যান্ড দলের সাথে ভারতে আসেন নি কেন উইলিয়ামসন, টিম সাউদী, ট্রেন্ট বোল্ট’রা। তা সত্ত্বেও প্রবল পরাক্রমশালী ভারতকে ভারতের মাটিতেই ধরাশায়ী করলো নিউজিল্যান্ড। তাও আবার স্পিনকে হাতিয়ার করে। এই জয় যে স্পেশ্যাল তা জানেন ‘ব্ল্যাক ক্যাপস’ দলের ক্রিকেটাররা। রাঁচিতে প্রথমে ব্যাটিং করে ১৭৬ তোলে নিউজিল্যান্ড। কঠিন পিচে ৫৯ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। অর্শদীপ সিং-এর বলে অন্তিম ওভারে করেন ২৭ রান। শেষমেশ সেই ইনিংসটিই ব্যবধান হয়ে দাঁড়ালো দুই দলের মধ্যে। ম্যাচের সেরা হিসেবে তাই বেছে নেওয়া হয়েছে মিচেলকেই (Daryl Mitchell)।
কঠিন ম্যাচ জিতে তৃপ্ত, জানাচ্ছেন মিচেল-

একদিনের সিরিজে যেখানে শেষ করেছিলো নিউজিল্যান্ড দল, তার থেকে একদম ১৮০ ডিগ্রী বিপরীতে টি-২০ অভিযান শুরু করলো তারা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে তাদের। শিশিরের সমস্যা থাকা সত্ত্বেও বল হাতে ভারতকে আটকে রেখেছেন বোলাররা। সবমিলিয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে প্রতিপক্ষকে কিস্তিমাত করেছেন কিউই ক্রিকেটাররা। সেই কথা অনুধাবন করে তৃপ্ত ম্যাচের সেরা ড্যারিল মিচেল। স্লগ ওভারে মিচেলের ৩০ বলে ৫৯ রানের ইনিংসটির জন্য পুরষ্কার পেলেন তিনি। ম্যাচ জিতিয়ে মিচেল (Daryl Mitchell) জানালেন, “দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। তবে বোলারদের পারফর্ম্যান্স সত্যিই স্পেশ্যাল ছিলো আজ। টি-২০তে এই জয় আগামীতে আমাদের সাহায্য করবে।” আজকের ম্যাচে চর্চায় রাঁচির পিচ। টি-২০ ক্রিকেটে এত টার্ন সচরাচর দেখা যায় না বলেই ধারাভষ্যকাররা বারবার আলোচনা করছিলেন। পিচ নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। উইকেট নিয়ে কি মত মিচেলের (Daryl Mitchell)? উত্তরে তিনি জানান, “যারা আমার আগে ব্যাট করতে গিয়েছিলো, বলছিলো এই পিচে বেশ ভালো টার্ন আছে, সেই জন্য ব্যাটিং করা কঠিন হচ্ছিলো। আমরা পার্টনারশিপ গড়ার দিকে নজর দিয়েছিলাম। কনওয়ের সাথে টিকে থাকা আমার দায়িত্ব ছিলো। ও আউট হওয়ার পর আমি রান তোলার দায়িত্ব নিই। আমার ভূমিকা নিয়ে আমি একেবারে পরিষ্কার ছিলাম।” মাঠে সাফল্যের কারণ কি? মিচেল (Daryl Mitchell) বলেছেন, “বর্তমানে বাঁচায় বিশ্বাস করি আমি। ব্যাটিং’টা যতটা সহজ রাখা যায় ততই লাভ আমার। নিজের দক্ষতার ওপর ভরসা রাখার চেষ্টা করি। সবসময় যে টি-২০ ক্রিকেটে সফল হই তা নয়। কিন্তু ব্যাটের মাঝখানে কয়েকটা বল লাগাতে পারলে তৃপ্তি পাই।”