IND VS NZ
IND vs NZ | Image: Getty Images

পরিসমাপ্তি ঘটেছে ভারত এবং নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচ। আজকের ম্যাচের পরেই স্পষ্ট হয়ে গেল সেমিফাইনালের দুই ম্যাচ। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারালো টিম ইন্ডিয়া। ৪ঠা মার্চ, ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে শেষে ব্যাটিং করেছিল টিম ইন্ডিয়া। তবে, আজকে কিউই অধিনায়ক ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে আসার আমন্ত্রণ জানান।

২৪৯ রানে শেষ হয় ভারতের ব্যাটিং

Ind vs nz
IND vs NZ | Image: Getty Images

ভারতের হয়ে ওপেনিং করত এসে ২ রানে উইকেট হারান শুভমান গিল (Shubman Gill)। ক্যাপ্টেন রোহিত শর্মাও ১৫ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন। পাশাপশি, বিরাট কোহলি কেবলমাত্র ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৭৯ রানের ইনিংস খেলেছেন শ্রেয়াস আইআর ৯৮ বলে ৪ টি চার এবং দুটি ছক্কায় এই ইনিংস খেলেন। তিনি সঙ্গী হিসেবে অক্ষর প্যাটেলকে পেয়েছিলেন শ্রেয়াস। ৬১ বলে তিনটি চার এবং একটি ছক্কায় ৪২ রানান অক্ষর। ২৯ বলে ২৩ রান বানান কেএল রাহুল (KL Rahul)। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে ২৪৯ রানে পৌঁছে দেয়। কিউই দলের হয়ে সর্বাধিক ৫ উইকেট নেন ম্যাট হেনরি (Matt Henry)।

Read More: IND vs NZ: লাইভ ম্যাচে ‘ভ্যাবাচ্যাকা’ খেলেন শ্রেয়স, মাঠের মধ্যেই হারিয়ে ফেললেন বল !!

৪৪ রানে ম্যাচ জিতলো ভারত

Ind vs nz
IND vs NZ | Image: Getty Images

এই রান তাড়া করতে এসে, শুরুতেই উইকেট হারান রাচিন রবীন্দ্র। ৩৫ বলে ২২ রান বানিয়ে বরুণ চক্রবর্তীর শিকার হন উইল ইয়ং (Will Young)। দাঁড়িল মিচেলের উইকেট তুলে নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১৭ রান বানিয়ে ফেরেন প্যাভিলিয়নে। কিউই দলের হয়ে সর্বাধিক ১২০ বলে ৭টি চারের বিনিময়ে ৮১ রান বানান কেন উইলিয়ামসন (Kane Williamson)। এছাড়া, ১৪ রান বানান টম ল্যাথাম, ১২ রান বানান গ্লেন ফিলিপস, ২৮ রান বানান ক্যাপ্টেন স্যান্টনার। ভারতীয় দলের কথা বলতে গেলে, শুরুতেই প্রথম উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাছাড়া, সর্বাধিক ৫ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী, ২ উইকেট নেন কুলদীপ যাদব এবং একটি করে উইকেট নেন জাদেজা ও অক্ষর। ২০৪ রানেই শেষ হয় নিউজিল্যান্ড দলের ব্যাটিং, ৪৪ রানে জয় সুনিশ্চিত করে ভারত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে।

Read Also: CT 2025 IND vs NZ Highlights: নিউজিল্যান্ডের বিপক্ষেও অপ্রতিরোধ্য ভারত, কিউই বধের পর সামনে এবার অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *