CT 2025: ২০২৩ ওডিআই বিশ্বকাপ থেকে ধারাবাহিকভাবে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিচ্ছে ভারতীয় দল। আজ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) ফাইনালে তারা নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে মাঠে নামবে। দুই দলই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে চলমান টুর্নামেন্টের একাধিক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। ফলে ক্রিকেট ভক্তরা ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) ম্যাচ নিয়েও চিন্তায় আছেন।
IND vs NZ ম্যাচের সময়সূচি-

ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটি আজ অর্থ্যাৎ রবিবার ৯ মার্চ ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে শুরু হবে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

দুবাইয়ে আজও ধীর গতির পিচ লক্ষ্য করা যাবে বলে আশা করা হচ্ছে। স্পিনাররা প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করবেন। ফলে ব্যাটসম্যানদের আক্রমনাত্মক হওয়ার সঙ্গে সঙ্গে ভেবেচিন্তে শট খেলতে হবে। এখনও পর্যন্ত এই মাঠে ৬২ টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়ে তার মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং করা দল ২৩ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৩৭ বার জয়লাভ করেছে। সাম্প্রতিক সময় চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের পিচে শেষ ৪ ম্যাচের মধ্যে ভারত ৩ বার রান তাড়া করে জয় নিশ্চিত করেছে। এই মাঠের প্রথম ইনিংসের গড় রান ২৬০।
IND vs NZ ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস-
আজ গুরুত্বপূর্ণ ফাইনাল শুরু হওয়ার সময় দুবাইয়ে তাপমাত্রা থাকবে গড়ে ৩৪ ডিগ্ৰি সেলসিয়াস। তবে ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকে তাপমাত্রা অনেকটাই কমে ২৪ ডিগ্ৰি সেলসিয়াসে নেমে আসবে। ম্যাচ চলাকালীন আকাশে ৩১ শতাংশের কাছাকাছি মেঘ থাকার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি ম্যাচে সমস্যা তৈরি করবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অনুষ্ঠিত দুবাইয়ের কোনো ম্যাচেই বৃষ্টি দেখা যাইনি। আজ এখানের সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে ২৬ কিঃমিঃ/ঘন্টা। বাতাসে গড়ে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫০ শতাংশ। সন্ধ্যায় শিশির পড়ার পূর্বভাস সেইরকম নেই। ফলে আজ দুবাইয়ের আবহাওয়া ফাইনাল খেলার জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে।
IND vs NZ লাইভ স্ট্রিমিং-

ভারত বনাম নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস ১৮ নেটওয়ার্কের চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও অনলাইনে ফাইনাল ম্যাচটি জিওহটস্টারে দেখা যাবে।
IND vs NZ ম্যাচের সম্ভাব্য একাদশ-

ভারত
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড
উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, উইল ও রোক, কাইল জেমিসন।