IND vs NZ 2nd Test: KL রাহুলের উপর ‘মিছরির ছুরি’ চালালেন গৌতম গম্ভীর, দ্বিতীয় টেস্টে দেখিয়ে দিলেন ‘খেলা’ !! 1

IND vs NZ: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) অপ্রত্যাশিত হার খানিক ব্যাকফুটে ঠেলে দিয়েছে রোহিত-বিরাটদের। ৩৬ বছর পর দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে ‘মেন ইন ব্লু’কে। ঘুরে দাঁড়াতে হলে পুণেতে জয় ছাড়া কোনো রাস্তা খোলা নেই তাদের সামনে। প্রত্যাবর্তনের লক্ষ্যেই প্রথম একাদশে একাধিক রদবদল করেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কুলদীপ যাদবকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে সদ্য রঞ্জি ট্রফিতে শতরান করা ওয়াশিংটন সুন্দরকে (Washinton Sundar)। বাদ পড়েছেন মহম্মদ সিরাজ’ও। তবে সব থেকে বড় চমক অবশ্যই কে এল রাহুলের (KL Rahul) বাদ পড়া। শুভমানের প্রত্যাবর্তনে জায়গা হারিয়েছেন তিনি।

Read More: IND vs NZ, 2ND TEST 2024 TOSS REPORT: টস জিতলো নিউজিল্যান্ড, সিরিজে কামব্যাক করতে ভারতীয় দলে ৩ পরিবর্তন !!

কথা দিয়েও রাখলেন না গম্ভীর-

KL Rahul and Gautam Gambhir | IND vs NZ | Image: Getty Images
KL Rahul and Gautam Gambhir | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কে এল রাহুলকে (KL Rahul) নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো অধিনায়ক রোহিত শর্মা’কে। সতীর্থের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ,”কে এল রাহুলের দক্ষতা কোন স্তরের, তা সকলে জানেন। ওর প্রতি আমাদের স্পষ্ট বার্তা যে আমরা চাই ও সব ম্যাচ খেলুক আর নিজের সেরাটা বের করে আনুক। ওর থেকে আমরা কি চাই তা সোজাসুজি ওকে জানানো অত্যন্ত জরুরী।” এরপর চেন্নাই ও কানপুরে সুযোগ’ও পেয়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার। চেপকে বড় রান পান নি। তবে কানপুরে দ্বিতীয় ইনিংসে একটি ঝোড়ো অর্ধশতক করেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্টেও ভারতের মিডল অর্ডারে দেখা গিয়েছিলো তাঁকে। দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ হন। রাহুল (KL Rahul) আউট হতেই দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং।

টানা ব্যর্থতার ফলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। তারপরেও তাঁর উপর আস্থা রাখার বার্তাই দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পুণেতে সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানান, “সোশ্যাল মিডিয়া একাদশ স্থির করে না। বিশেষজ্ঞরা বা সমাজমাধ্যম কি বললো তাতে কিছু আসে যায় না। টিম ম্যানেজমেন্ট কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ। আমরা চাই ও বড় রান করুক। আমরা ওর পাশেই আছি।” আরও বলেন, “আমি মনে করি ও ভালো ব্যাটিং করছে। কানপুরে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। আমার মনে হয় ও বড় রান করতে চায়। ওর দক্ষতার কথা মাথায় রেখেই দল ওর উপর আস্থা রাখছে।” গম্ভীরের মন্তব্যে সকলেই ধরে নিয়েছিলেন যে পুণে টেস্টেও খেলছেন রাহুল। কিন্তু আজ প্রথম একাদশ সামনে আসতেই ভাঙলো সেই ধারণা। রাহুলকে বাদই দিয়ে দিলেন গম্ভীর।

বড় পরীক্ষা সরফরাজের, নজরে ওয়াশিংটন-

Sarfaraz Khan | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

ভারতীয় মিডল অর্ডারে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং-এর জন্য দৌড়ে ছিলেন কে এল রাহুল ও সরফরাজ খান (Sarfaraz Khan)। বাংলাদেশ সিরিজে অগ্রাধিকার পেয়েছিলেন রাহুল। খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) প্রথম টেস্ট’ও। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন নি। পক্ষান্তরে শুভমান গিলের পরিবর্তে মাঠে নেমে ১৫০ রানের চমৎকার ইনিংস খেলেছেন সরফরাজ। ফলত পুণে টেস্টের একাদশেও রয়েছেন তিনি। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে নিজের জায়গা নিশ্চিত করে ফেলার সুবর্ণ সুযোগ এবার সরফরাজের সামনে। আগামী দুই ম্যাচে বড় রান পেলে চোখ বুজে বলে দেওয়া যাবে যে পারথ্‌-এ টিম ইন্ডিয়ার জার্সিতে খেলবেন মুম্বইয়ের তরুণ তুর্কি’ই। ২০২০-২১-এর অজি সফরে নজর কেড়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এবারও পরিকল্পনায় রয়েছেন তিনি। কিউই সিরিজই তাঁর জন্য হতে চলেছে অডিশনের দুর্দান্ত মঞ্চ।

Also Read: IND vs NZ 2nd Test: পুণেতেও নেই তারকা ব্যাটার, দ্বিতীয় টেস্টের আগে চিন্তা বাড়লো দলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *