IND vs NZ: খুব শীঘ্রই ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাবেন রোহিত শর্মা, প্রথম ম্যাচেই পাওয়া গেলো সেই ইঙ্গিত !! 1

IND vs NZ: শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজে সহজেই জয় তুলে নিয়েছিলো ভারত। গুয়াহাটি, কলকাতা এবং তিরুঅনন্তপুরমের তিন ম্যাচেই প্রতিপক্ষকে চূর্ণ করে ৩-০ ফলে ট্রফি ঘরে তুলেছিলেন রোহিত শর্মারা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইটা যে অত সহজ হবে না তা বোঝা গেলো প্রথম ম্যাচেই। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে কড়া মোকাবিলার মুখে ফেললেন কিউইরা। কেন উইলিয়ামসন, টিম সাউদী, ট্রেন্ট বোল্টের মত তারকারা ছিলেন না নিউজিল্যান্ড দলে। তবুও নতুন মুখদের সাথে নিয়েই লড়ে গেলেন ‘ব্ল্যাক ক্যাপস’ দলের অস্থায়ী অধিনায়ক টম ল্যাথাম। ভারতের ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়েছিলো নিউজিল্যান্ড,কিন্তু মাইকেল ব্রেসওয়েল (Micheal Bracewell), মিচেল স্যান্টনার (Mitchell Santner) ঢাল হয়ে দাঁড়ান। দুই বাঁ-হাতির ব্যাটিং-এ একসময় ভারতের হাত থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়ার দিকে এগোচ্ছিলেন কিউইরা। শেষমেশ জয় না পেলেও এক রোমহর্ষক ম্যাচ কিন্তু উপহার দিলো নিউজিল্যান্ড। অপরপক্ষে ভারতীয় দলের নেতৃত্বের টানাপোড়েন আরও একবার প্রকাশ্যে চলে এলো। রোহিত নয়, শরীরী হাবভাবে হার্দিক বুঝিয়ে দিলেন যেন তিনি নেতা এই ‘টিম ইন্ডিয়া’র। একসময় ‘মাল্টিপল ক্যাপ্টেন’ তত্ত্ব কলকাতা নাইট রাইডার্সে আমদানি করেছিলেন জন বুকানন। গত ম্যাচে হার্দিকের হাবভাব ফেরালো সেই ‘মাল্টিপল ক্যাপ্টেন’-এর স্মৃতি। সেই মরসুমে ডুবেছিলো নাইট রাইডার্স। ভারত সাফল্য পায় কিনা, তা বলবে সময়।

রেকর্ড গড়লেন শুভমান, কষ্টার্জিত জয় ভারতের-

Shubman Gill, IND vs NZ | image: twitter
Shubman Gill became the youngest ever ODI batter to score a double century

হায়দ্রাবাদের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি বিশের ক্রিকেট জনতা মনে রাখবেন শুভমান গিলের (Shubman Gill) জন্য। বিশ্ব ক্রিকেটের আঙিনায় গত কয়েক মাসে উল্কার গতিতে উত্থান হয়েছে পাঞ্জাবের তরুণ ওপেনারের। এর আগে উইন্ডিজ, জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো খেলেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরালাতে করেছিলেন শতরান। আর গতকাল টপকে গেলেন দ্বিশতরানের গণ্ডী। টিকনার, ফার্গুসনদের যাবতীয় আক্রমণ ভোঁতা করে দিয়ে ১৪৯ বলে করলেন ২০৮ রান। মেরেছেন ১৯ চার এবং ৯টি বিশাল ছক্কা। পরপর ৩ ছক্কায় রাজকীয় স্টাইলে দুশো’র অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন তিনি। পঞ্চম ভারতীয় হিসেবে পার করলেন এই মাইলস্টোন। শুভমানের ইনিংসের সুবাদে ভারত তোলে ৩৪৯ রান। সাড়ে তিনশোর লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এক সময় ১৩১ রানে ৬ উইকেট হারিয়েছিলেন কিউইরা। যখন মনে হচ্ছিলো সহজ জয়ের দিকে এগোচ্ছে ভারতীয় দল তখন রুখে দাঁড়ান মাইকেল ব্রেসওয়েল (Micheal Bracewell) এবং মিচেল স্যান্টনার (Mitchell Santner)। ১৬২ রানের অসামান্য পার্টনারশিপ গড়েন তাঁরা। ধুন্ধুমার ব্যাটিং-এ ভারতের জয়ের আশায় উদগ্রীব স্টেডিয়ামের দর্শকদের বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিয়েছিলেন দুই কিউই বাঁ-হাতি। স্যান্টনার ৪৫ বলে ৫৭ করে ফিরলেও শেষ অব্দি নিউজিল্যান্ডের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন ব্রেসওয়েল। শুভমানের দ্বিশতকের বিপরীতে তাঁর ১২টি চার এবং ১০ ছক্কায় সাজানো ৭৮ বলে ১৪০ রানের ইনিংসটিও গতকালের ম্যাচটিকে রাঙিয়ে তুলেছিলো। শেষ ওভারে শার্দূল ঠাকুরের (Shardul Thakur) বলে পরাস্ত হন তিনি। যেখানে ভারতের বিশাল জয় একসময় অবশ্যম্ভাবী মনে হচ্ছিলো, সেই ম্যাচ ভারত জেতে মাত্র ১২ রানে। ৪ উইকেট নিয়ে আরও একবার নায়কের ভূমিকায় দেখা যায় মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)।

হার্দিক না রোহিত? নেতা কে? ধন্দে ক্রিকেটবিশ্ব-

Hardik and Rohit | image: twitter
Hardik Pandya has taken up a leadership role in the Indian ODI team

টি-২০ দলে রোহিত শর্মাকে বাইরে রেখে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) আপাতত নেতা বেছে নিয়েছে ভারতীয় দল, এ কথা জানেনে সকলেই। কিন্তু একদিনের ম্যাচে, যেখানে রোহিত স্বয়ং উপস্থিত মাঠে, সেখানে নেতৃত্বের ভার রয়েছে কার হাতে? এবার উঠতে শুরু করলো সেই প্রশ্ন। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে কার্যত গোটা দলকে পরিচালিত করলেন হার্দিক পান্ডিয়া। আর বেশ খানিকটা ব্যাকসিটে থেকেই গোটা ঘটনা যেন দর্শকের মত দেখলেন রোহিত (Rohit Sharma)। ম্যাচের শুরুতেই নেতৃত্ব বিষয়ে খটকা লেগেছিলো ক্রিকেটবোদ্ধাদের। সাধারণত কোচ বা অধিনায়কদের দেখা যায় টিম হাডলে শেষ মুহূর্তে দলকে তাতাতে অথবা পরামর্শ দিতে। কিন্তু সেখান গতকাল নীরব দর্শক ছিলেন রোহিত। দলের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায় হার্দিককে। এরপর ভারতের বোলিং-এর সময় দলের লাগাম যেন নিজের হাতেই তুলে নিলেন এই অলরাউন্ডার। ৪৯তম ওভারে বোলিং করার সময় স্ট্র্যাটেজি এবং ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের সিদ্ধান্তে খুশি না হওয়ায় মাঠেই দীর্ঘ সময় রোহিতের (Rohit Sharma) সাথে উত্তেজিত হয়ে কথাবার্তা বলতে থাকেন হার্দিক। শেষমেশ সতীর্থের কথা মেনে নিতেই হয় হিটম্যানকে। এছাড়াও ব্রেসওয়েলের বিরুদ্ধে পরপর ওয়াইড করছিলেন শার্দূল, তাঁকে পরামর্শ দিতেও অধিনায়ক নয়, এগিয়ে এলেন সহ-অধিনায়ক হার্দিকই (Hardik Pandya)। গোটা ম্যাচেই নানান টুকরো ঘটনায় হার্দিকের শরীরী ভাষায় বোঝা গেলো দলের নেতার ভার কার্যত তুলে নিয়েছেন তিনিই। এর আগে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিলো এক্ষুণি রোহিতকে (Rohit Sharma) সরানোর কোনো পরিকল্পনা নেই তাদের। কিন্তু আদপে হিটম্যানের স্থায়িত্ব আর কতদিন? প্রশ্ন তুলে দিলো হায়দ্রাবাদের ম্যাচ।

Read More: TOP 5: পাঁচজন ভারতীয় ব্যাটসম্যান যারা নিজের ব্যাটিং পজিশন চেঞ্জ করে তারকা হয়ে উঠেছেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *