IND vs NZ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর আগে শেষবারের মতো মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কাছে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। শেষ ম্যাচে ভারতকে পরাস্ত করেছিল নিউজিল্যান্ড। যদিও সিরিজে আগে থেকে কব্জা করে রেখেছে ভারত। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতীয় দল আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রান- এই ফরম্যাটে ভারতের দাপট অব্যহত এবং আবার একবার কিউইদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন দেখালো ভারত।
দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ঈশান কিষান

ব্যার্থ সঞ্জু স্যামসনকে নিয়ে আবার একাদশ বানিয়েছে টিম ইন্ডিয়া। কেবলমাত্র ৬ বলে ৬ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন তিনি। আজ ঈশান কিষান (Ishan Kishan) ছিলেন ইনিংসের মূল নায়ক। মাত্র ৪৩ বলে ১০৩ রান করে তিনি ম্যাচে ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল একের পর এক চার-ছক্কা। তাঁর ব্যাট থেকে এসেছে ৬টি চার ও ১০টি ছক্কা। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও পিছিয়ে ছিলেন না। এই সিরিজে তৃতীয় হাফ সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৩০ বলে ৬৩ রান করে দ্রুতগতির ইনিংস খেলেন তিনি। স্কাইয়ের ব্যাটে এসেছে ৪টি চার ও ৬টি ছক্কা। হার্দিক পাণ্ডিয়া শেষে ঝড় তুলে ১৭ বলে ৪২ রান যোগ করেন। তিনিও ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শুরুর দিকে অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করেন। শেষদিকে রিঙ্কু সিং ও শিবম দুবে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে লকি ফার্গুসন ছিলেন তুলনামূলকভাবে সফল তিনি ২টি উইকেট নেন। তাছাড়া, জেকব ডাফি ১টি, কাইল জেমিসন ১টি ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন। কিউইদের বিরুদ্ধে এটি ভারতের এই ফরম্যাটে হাঁকানো সর্বাধিক রান। কিউইদের সামনে রানের পাহাড় তোলার পর ভারত চাইবে এই সিরিজে ৪-১ ব্যাবধানে জয় ছিনিয়ে নিতে।