IND vs NZ: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে ৫০ রানে পরাস্ত করলো টিম ইন্ডিয়া। সিরিজের চতুর্থ ম্যাচটি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছে। আজকের ম্যাচে টস জেতেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন স্কাই। নিউজিল্যান্ডের হয়ে শুরুটা বেশ ভালোই করেছিলেন দলের দুই ওপেনার ডেভন কনওয়ে (Davon Conway) এবং টিম সাইফার্ট। দুজনের মধ্যে শুরুতে ১০০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল যেখানে কনওয়ে ৪৪ রান বানিয়ে কুলদীপ যাদবের শিকার হন।
৫০ রানে ম্যাচ হারলো টিম ইন্ডিয়া

তাছাড়া, দলের হয়ে ৩৬ বলে অনবদ্য ৬২ রানের ইনিংস খেলেন সাইফার্ট। কিউইদের হয়ে ১৬ বলে ২৪ বানান ফিলিপস ও শেষের দিকে মিচেলের ৩৯ রানের বিনিময়ে কিউইরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান বানান। ভারতের হয়ে অর্ষদীপ ও কুলদীপ ২টি করে উইকেট নিয়েছেন এবং ১টি করে উইকেট পেয়েছেন বুমরাহ ও বিষ্ণু। রান তাড়া করতে এসে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (৮), সঞ্জু স্যামসন (২৪), রিংকু সিং (৩৯), হার্দিক পান্ডিয়া (২), হার্ষিত রানা (৯), রবি বিষ্ণু (১০) রান ব্যাতিত ভারতের হয়ে সম্মান রক্ষা করেছেন শিবম দুবে। দুবের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৭টি ছক্কা ও ৩টি চারের বিনিময়ে ৬৫ রান। দুবের পারফরম্যান্সের জেরে ভারতীয় দল ১৮.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায়।
Read More: “অন্ধের মতন ব্যাট চালানো কাজ না…” চতুর্থ ম্যাচে গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফিরলেন অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
নিউজিল্যান্ডের হয়ে, ৩ উইকেট পান ক্যাপ্টেন স্যান্টনার, ২টি করে উইকেট পান জেকব ডাভি ও ইশ সোধি। আজকের ম্যাচে জিতে নিউজিল্যান্ড সিরিজে প্রথম জয় তুলে নিল কার্যত সিরিজে নিউজিল্যান্ডের কাছে ফাইট ব্যাক করার কোন সুযোগ নেই তবে বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে এই দুর্দান্ত জয় তাদেরকে অনেকটা আশ্বস্ত করবে। অনবদ্য ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন টিম সাইফার্ট। আজকের ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স খুবই সাধারণ ছিল। সিরিজের শেষ ম্যাচটি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।