IND vs NZ: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি সিরিজের তৃতীয় ম্যাচটি পরিসমাপ্তি ঘটেছে রুদ্ধশ্বাসে লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় সুনিশ্চিত করে নিল ভারতীয় দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে টস যেতেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক প্রথমে ব্যাটিং করতে এসে ব্যাটিং ধ্বস দেখতে পাওয়া গিয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের থেকে শুরুতেই তাকে পর এক উইকেট হারিয়ে ফেলে তারা। নিউজিল্যান্ডের পক্ষ থেকে সর্বাধিক ৪৮ রানে ইনিংস টি খেলেছেন গ্লেন ফিলিপস।নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন গ্লেন ফিলিপস—৪০ বলে করেন ৪৮ রান। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি কিউইদের; মাত্র এক রানে আউট হন ডেভন কনওয়ে। হার্ষিত রানার বলে এটি ছিল তাঁর বিপক্ষে পঞ্চমবারের মতো উইকেট হারানো।
এরপর টিম সাইফার্ট ১২, রচিন রবীন্দ্র ৪, ড্যারিল মিচেল ১৪ এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ২৭ রান যোগ করেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জসপ্রীত বুমরাহ—তিনি নেন ৩টি উইকেট। রবি বিষ্ণু ও হার্দিক পান্ডিয়া দু’টি করে উইকেট দখল করেন, আর হার্ষিত রানার ঝুলিতে যায় একটি উইকেট।