কোহলির সেঞ্চুরিও বৃথা, ইন্দোরে ভারতকে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড 1

ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে ইন্দোরে অনুষ্ঠিত হওয়া সিরিজ নির্ধারণী অর্থাৎ তৃতীয় ওডিআই ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখালো নিউজিল্যান্ড দল। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। একাদশে একটি পরিবর্তন- আর্শদীপ সিংকে নিয়ে নতুন করে অভিযান শুরু করে ভারত। ইনিংসের শুরুতে দাপট দেখিয়েছিল ভারতীয় দলের পেসাররা। ওপেনিংয়ে নেমে ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। প্রথম ওভারেই হর্ষিত রানার বলে ক্যাচ দিয়ে ফিরে যান কনওয়ে (৫)। পরের ওভারেই আর্শদীপ সিং নিকোলসকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান। এরপর উইল ইয়ং আউট হলে মাত্র ৫৮ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় কিউই শিবির। চাপের মুখে দলের হাল ধরেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দু’জনের ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েল ১৮ বলে ২৮ রানের দুরন্ত ইনিংস খেলেন।

মিচেল পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন। আজকের ম্যাচে ১৩১ বলে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। তাছাড়া, গ্লেন ফিলিপস ৮৮ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন।নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বড় স্কোর বানায়। ভারতের পক্ষে অর্ষদীপ সিং (Arshdeep Singh) ও হার্ষিত রানা (Harshit Rana) ৩টি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাটিং করতে এসে ভারতের শুরুটা ভালো হয়নি। ১৩ বলে ১১ রানে আউট হন রোহিত শর্মা (Rohit Sharma)। ১৮ বলে ২৩ রানে আউট হন শুভমান। ১০ বলে ৩ রানে আউট হন শ্রেয়স আইয়ার এবং রাহুল ৬ বলে ১ রান বানান। ৭১ রানে ৪ উইকেট হারায় ভারত।

দলের হয়ে নীতিশ রেড্ডি (Nitish Reddy) ৫৭ বলে ৫৩,  হার্ষিত রানা (Harshit Rana) ৪৩ বলে ৫২ এবং বিরাট কোহলি তার ৫৪তম ওডিআই সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন। ১০৮ বলে ১২৪ রান বানান বিরাট কোহলি। দুরন্ত ব্যাটিংয়ের পর ভারতকে ম্যাচ জেতাতে পারলেন না কোহলি। ভারত ২৯৬ রানে গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে ফোক্স ও ক্রিস্টান ক্লার্ক ৩টি করে উইকেট নেন। জেডেন লিনাক্স ২টি করে উইকেট পান।শুভমান গিলের নেতৃত্বে আবার একবার ওডিআই সিরিজ হারলো ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *