ভারতীয় দল আজ ইন্দোরে নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Match) বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছে। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে সিরিজ হাতছাড়া করবে ব্লু ব্রিগেডরা। ফলে একাদশে আর্শদীপ সিং (Arshdeep Singh)’কে নিয়ে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় শুভমান গিল (Shubman Gill)। ইনিংসের প্রথমে বোলিং আক্রমণ ভরসা দেওয়ার চেষ্টা করলেও সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিউই বাহিনীদের আগ্রাসন লক্ষ্য করা যায়। ব্যাট হাতে জ্বলে ওঠেন ড্যারিল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপস (Glenn PhilIips)। তাদের দুরন্ত ব্যাটিংয়ে বিশাল রানের লক্ষ্যমাত্রা দিল নিউজিল্যান্ড।
Read More: নীতিশ-হর্ষিতকে অলরাউন্ডার বানাতে গিয়ে দলকে ধ্বংস করছেন গম্ভীর, ভক্তরা তুলছেন প্রশ্ন !!
ব্যর্থ টপ অর্ডার-

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন ডেভন কনওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas)। তবে দুজনেই আজ সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। প্রথম ওভারেই হর্ষিত রানার (Harshit Rana) বলে রোহিত শর্মাকে (Rohit Sharma) ক্যাচ দিয়ে বসেন কনওয়ে। তিনি মাত্র ৫ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। আর্শদীপ দ্বিতীয় ওভারে নিকোলাসের উইকেট সম্পূর্ণ উড়িয়ে দেন। তিনি আজ খাতাই খুলতে পারেননি। উইল ইয়ং (Will Young) ফেরেন মাত্র ৩০ রানে। ফলে মাত্র ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে কিউই বাহিনী।
মিচেল-ফিলিপসের দুরন্ত ইনিংস-

ড্যারিল মিচেল চলতি ওডিআই সিরিজের দুরন্ত ফর্মে রয়েছেন। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অপরাজিত ১৩১ রান সংগ্রহ করে দলকে জয় এনে দিয়েছিলেন। আজও তার ব্যাট থেকে দুরন্ত শতরান আসে। চাপের মুখে দাঁড়িয়ে তিনি গ্লেন ফিলিপসের সঙ্গে ১৮৬ বলে গুরুত্বপূর্ণ ২১৯ রানের পার্টনারশিপ গড়েন। মিচেল ১৩১ বলে করেন ১৩৭ রান। তার ব্যাট থেকে আসে ১৫ টি চার এবং ৩ টি ছয়।
গ্লেন ফিলিপসও আজ দুরন্ত শতরান হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেন। ৮৮ বলে করেন ১০৬ রান। তিনি ৯ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়ে ভারতীয় বোলিং আক্রমণকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন। শেষে মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell) অপরাজিত ২৮ রানে ভর করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করেছে।
বোলিং আক্রমণের ব্যর্থতা-
আজ আর্শদীপ সিং ১০ ওভারের ১ মেডেনের সঙ্গে ৬৩ রান খরচ করে মোট ৩ টি উইকেট সংগ্রহ করেন। হর্ষিত রানা ১০ ওভারে ৩ উইকেট সংগ্রহ করলেও ৪৮ রান খরচ করে সমালোচনার মুখে পড়েছেন। একটি করে উইকেট সংগ্রহ করেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সিরাজের বোলিং ইকোনমি রেট ৪.৩ থাকলেও কুলদীপের ইকোনমি রেট ছিল ৮। নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়ননি।