IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে লজ্জাজনক পরিণতির পর টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে কামব্যাক করেছে। ভারত সফরের আগে শ্রীলংকার বিরুদ্ধে দুটি টেস্টে জিততে না পারা নিউজিল্যান্ড ভারতের মাটিতে এসে প্রথম ম্যাচেই ভারতকে ৪৬ রানের মধ্যেই সীমাবদ্ধ করে নতুন রেকর্ড তৈরি করেছিল। ভারতকে ছত্রিশ বছরে প্রথমবার ঘরের মাঠে টেস্ট ম্যাচে পড়াস্ত করে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে পরাজয়ের পর পুনার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতীয় দল একটি দুর্দান্ত কামব্যাক দেখালো। চলতি টেস্টে বল হাতে ভারতীয় দলের এমন পারফরমেন্স গত ম্যাচে দেখতে পাওয়া যায় নি। জানা গিয়েছিল প্রথম ম্যাচে পরাস্ত হওয়ার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় ম্যাচে স্পিন সহায়ক উইকেট প্রস্তুত করবে।
Read More: IND vs NZ 2nd Test: “মরচে ধরেছে রোহিতের অস্ত্রে…” জসপ্রীত বুমরাহ’র ছন্নছাড়া বোলিং-এ ক্ষোভ ক্রিকেটজনতার !!
২৫৯ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস
![দ্বিতীয় টেস্টে ২৫৯ রানে শেষ হলো নিউজিল্যান্ডের প্রথম ইনিংস, দিন শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া !! 2 Ind vs nz](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/10/IND-vs-NZ-7-1024x682.jpg)
দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার দুই স্পিনার গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। সদ্য রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং পারফর্মেন্স দেখিয়েছেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পর আবার জাতীয় দলে দ্বিতীয় টেস্টের আগেই ডাক পান ওয়াসিংটন সুন্দর। আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেন টম ল্যাথাম। ৭৯.১ ওভারের মধ্যে ২৫৯ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড দল। দলের হয়ে সর্বাধিক ৭৬ রানের ইনিংসটি খেলেন ডেভন কনওয়ে এবং ৬৫ রান বানান গত ম্যাচের সেরা রচীন রবীন্দ্র। তাছাড়া শেষের দিকে মিচেল সান্টনার ৩৩ রানের ইনিংস খেলে দলকে ২৫৯ রানে পৌঁছে দেন।
দিন শেষে ভারতের সংগ্রহ ১৬
অন্যদিকে ভারতীয় দলের তারকা কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কিউই দলের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান এবং দলের বাঁকি ৭ জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানোর গুরু দায়িত্ব পালন করেন ওয়াসিংটন সুন্দর। জবাবে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) কিউই পেসারদের বিরুদ্ধে ব্যাকফুটে ছিলেন। তৃতীয় ওভারে সাউদির বলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪তম বার নিজের উইকেট হারিয়ে ফেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের তৎপরতায় আজকের দিনের সমাপ্তি ঘটেছে। ভারত ১১ ওভার ব্যাটিং করে কেবলমাত্র ১৬ রান বানিয়েছে। যশস্বী ২৫ বলে ৬ এবং ৩২ বলে ১০ রান বানিয়েছেন শুভমান গিল।