IND vs NZ: রাজকোটে দ্বিতীয় জয়ের লক্ষ্যে গিল বাহিনী, চিন্তা বাড়াচ্ছে শিশির সহ এয়ার কোয়ালিটি ইনডেক্স !! 1

নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজ দিয়ে ভারতীয় দল এই বছরের যাত্রা শুরু করেছে। এই সিরিজের প্রথম ম্যাচেই জ্বলে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন অধিনায়ক হিসাবে শুভমান গিল‌ও (Shubman Gill) প্রভাব ফেলার চেষ্টা করেন। বরোদায় প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। ফলে দ্বিতীয় ম্যাচে রাজকোটে‌ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল নিজেদের দাপট বজায় রাখবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এই ম্যাচে পিচ এবং আবহাওয়া কেমন থাকবে এবার জেনে নেওয়া যাক।

Read More: RCB’এর ট্রফি জয়ী তারকার স্ক্রিনশট ভাইরাল, গার্লফ্রেন্ড তুললেন প্রতারণার অভিযোগ !!

ওডিআই সিরিজের সময়সূচি:

IND vs NZ: রাজকোটে দ্বিতীয় জয়ের লক্ষ্যে গিল বাহিনী, চিন্তা বাড়াচ্ছে শিশির সহ এয়ার কোয়ালিটি ইনডেক্স !! 2
IND vs NZ | Image: Getty Images

ভারত (India) বনাম নিউজিল্যান্ড (New Zealand)

ম্যাচ নং: ২

তারিখ: ১৪/০১/২০২৭

সময়: দুপুর ১:৩০ (ভারতীয় সময়)

ভ্যানু: নিরাঞ্জন শাহ স্টেডিয়াম, রাজকোট

India vs New Zealand Match Preview:

IND vs NZ: রাজকোটে দ্বিতীয় জয়ের লক্ষ্যে গিল বাহিনী, চিন্তা বাড়াচ্ছে শিশির সহ এয়ার কোয়ালিটি ইনডেক্স !! 3
IND vs NZ | Image: Getty Images

বরোদায় শুভমান গিল প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করতে নেমে দলের ভরসা হয়ে ওঠেন ডেভন কন‌ওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas)। তারা জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। এরপর ড্যারিল মিচেলের (Daryl Mitchell) ৮৪ রানে ভর করে ৩০০ রানে পৌঁছে যায় কিউইরা। এই রান তাড়া করতে নেমে অধিনায়ক দুরন্ত অর্ধশতরান হাঁকান শুভমান।

বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৯৩ রান। এর সঙ্গেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৪৯ রান তুলে নিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। শেষে কেএল রাহুল (KL Rahul) অপরাজিত ২৯ রান করে ৪ উইকেটে দলকে জয় ছিনিয়ে এনে দেন। উল্লেখ্য আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড মোট ১২১ টি ম্যাচে অংশগ্রহণ করেছে তার মধ্যে ৬৩ টি ম্যাচে জয়লাভ করেছে ব্লু ব্রিগেডরা। ৫০ টি ম্যাচ জয় পেয়েছে কিউইরা। ৭ টি ম্যাচ ড্র হয়েছে এবং ১ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

পিচ রিপোর্ট (IND vs NZ Match Pitch Report):

IND vs NZ: রাজকোটে দ্বিতীয় জয়ের লক্ষ্যে গিল বাহিনী, চিন্তা বাড়াচ্ছে শিশির সহ এয়ার কোয়ালিটি ইনডেক্স !! 4
Niranjan Shah Stadium | Image: Getty Images

রাজকোটের নিরাঞ্জন শাহ স্টেডিয়ামে পিচ ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এখানে ফ্ল্যাট পিচ লক্ষ্য করা যায়। একটু শক্ত হওয়ার কারণে ব্যাটে সুন্দরভাবে বল আসে এবং শট খেলার জন্য ব্যাটসম্যানরা সুবিধা পান। প্রথমদিকে পেসাররা বল হাতে কিছুটা সুবিধা পেলেও ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উইকেট সংগ্রহ করা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। অন্যদিকে শিশির এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রভাব ফেলবে। ফলে টসে জয়ী দল প্রথমে বোলিং’এর সিদ্ধান্ত বেছে নিতে পারে। তবে এখনও পর্যন্ত এই স্টেডিয়ামে মোট ৪ টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করার দল ৪ বার‌ই জয় ছিনিয়ে নিয়েছে। এই মাঠের প্রথম ইনিংসের গড় রান ৩২০।

আবহাওয়ার পূর্বাভাস (IND vs NZ Weather Report):

IND vs NZ: রাজকোটে দ্বিতীয় জয়ের লক্ষ্যে গিল বাহিনী, চিন্তা বাড়াচ্ছে শিশির সহ এয়ার কোয়ালিটি ইনডেক্স !! 5
Image: Google Weather

রাজকোটের আকাশ বুধবার সম্পূর্ণ রৌদ্রজ্জ্বল থাকবে। ফলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। তবে সন্ধ্যার দিকে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৩ থেকে ২১ শতাংশের মধ্যে। বাতাস বইবে গড়ে ঘন্টায় ২২ কিমি বেগে। রাজকোটের এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৭০ যা অনেকটাই অস্বাস্থ্যকর।

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), আয়ুশ বাদোনি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:

ডেভন কন‌ওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলাস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেস‌ওয়েল (অধিনায়ক), মিচেল হে (উইকেটকিপার), জ্যাকরি ফোকস, ক্রিস্টিয়ান ক্লার্ক, আদিত্য অশোক, কাইল জেমিসন

Read Also: ‘রাজনীতির শিকার..’, মুস্তাফিজুরের IPL থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ নবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *