সরফরাজের শতরান-পন্থের অর্ধশতরানে চালকের আসনে টিম ইন্ডিয়া, মাত্র ১২ রানে পিছিয়ে দল !! 1

IND vs NZ: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোহিতের ভুল সিদ্ধান্তে আপাতত চালকের আসনে উঠে এসেছে ভারতীয় দল। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে এসে কেবলমাত্র ৪৬ রান বানাতেই সক্ষম হয়েছিল। জবাবে ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ড দল ৪০২ রান বানিয়ে ফেলে। কিউই দলের হয়ে রোচিন রবীন্দ্র ১৩৪ রান বানান, প্রথম দিনেই ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন ডেভন কনওয়ে (Devon Conway)। ব্যাট হাতে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পাশাপাশি ৭৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন প্রাক্তন অধিনায়ক টিম সাউদি। নিউজিল্যান্ডের বানানো রানের পাহাড়ে প্রায় চাপা পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।

তবে, গতকাল ভারতীয় দলকে লড়াই করার উপযুক্ত বানিয়ে তোলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ইনিংস। ওপেনিং করতে এসে, ৭২ রানের পার্টনারশিপ করেন দুই ওপেনার। ক্যাপ্টেন রোহিত শর্মা ৬৩ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দলের দুই ওপেনার আউট হতে দায়িত্ব তুলে নেন প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) এবং তরুণ তুর্কি সরফরাজ খান (Sarfaraz Khan) অসাধারণ ব্যাটিং করেন। দুজনেই ৭০ রানের ইনিংস খেলেন। গতকাল দিনের শেষ বলে উইকেট হারান বিরাট কোহলি।

১২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া

Ind vs nz
IND vs NZ | Image: Getty Images

দিনের শুরুতে পন্থ ও সরফরাজ ব্যাটিং করতে এসে দলের ভাবধারা একেবারে পরিবর্তন হয়ে যায়। সরফরাজ খান ১১০ বলে তার প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। এই বছরের ১৫ ফেব্রুয়ারি রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সরফরাজ খানের। অভিষেকের মাত্র ৮ মাস পর, তিনি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতের ওপর ৩৫৬ রানের লিড নিয়েছিল কিউই দল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে যোগ্য জবাব দিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে, ভারত এখন পর্যন্ত ৭১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে।

ক্রিজে রয়েছেন সরফরাজ খান (১২৫ রান) ও ঋষভ পন্থ (৫৩ রান)। নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট। এছাড়া গ্লেন ফিলিপস নিয়েছেন ১টি উইকেট। ভারত এখন নিউজিল্যান্ডের লিড প্রায় শেষ করে দিয়েছে। ভারত এখন কিউই দলের থেকে মাত্র ১২ রান পিছিয়ে এবং তাদের হাতে ৭ উইকেট বাকি রয়েছে। চতুর্থ দিনে আবার বৃষ্টির কারণে থেমে গেল খেলা (IND vs NZ)।

Read Also: IND vs NZ 1st Test: “জাত চিনিয়ে দিলো…” দুরন্ত শতরান সরফরাজের, নেটদুনিয়ায় উঠলো প্রশংসার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *