ওয়ানডের ব্যর্থতা ভুলে নতুন শুরু টিম ইন্ডিয়ার, কিভাবে ফ্রিতে দেখবেন IND vs NZ টি-20 সিরিজ ? 1

IND vs NZ: টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের ভবিষ্যৎ দিশা নির্ধারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ঠিক তার আগে এই সিরিজে প্রতিটি ম্যাচই কার্যত একটি করে পরীক্ষামূলক মঞ্চ। ওয়ানডে সিরিজে ব্যর্থতার ধাক্কা ভুলে টি-টোয়েন্টিতে নতুনভাবে শুরু করাই হলো ভারতীয় দলের লক্ষ্য। এই সিরিজে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভূমিকা বিশেষভাবে নজরে থাকবে। তিনি শুধু একজন ব্যাটার নন, বরং আধুনিক টি-টোয়েন্টির প্রতীকও। শুভমান গিলের বদলে দলের সহ-অধিনায়ক হিসাবে অক্ষর প্যাটেলকে (Axar Patel) দলের ভারসাম্যের প্রতীক হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। ব্যাট ও বল – দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতা তাঁকে নেতৃত্বগোষ্ঠীতে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

কিউইদের হারাতে মরিয়া ভারত শিবির

Ind vs nz
Team India Image: Getty Images

দলে ফিরে এসেছেন ঈশান কিষান (Ishan Kishan), তাছাড়া শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দেখতে পাওয়া যাবে। স্পিন তারকা রবি বিষ্ণুও দলে ফিরেছেন। দুই দলের মধ্যে এই সিরিজটি বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ভারত ২০২৪’ এর বিশ্বকাপ বিজেতা। আর ভারত চাইবে এবারেও শিরোপা নিজেদের নামে করতে। কিউইদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচটি ঘিরে ভারতীয় দলের প্রত্যাশা থাকবে প্রবল। এখনও পর্যন্ত কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে অপরাজিত। কিউইদের বিরুদ্ধে একই ধারা বজায় রাখতে চাইবে তাঁরা।

টি-টোয়েন্টিতে IND vs NZ মুখোমুখি পরিসংখ্যান

Ind vs nz
IND vs NZ | Image: Gettt Images

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড মোট ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলোতে ভারত ১৪টি জয়ে এগিয়ে রয়েছে, আর নিউজিল্যান্ড জিতেছে ১০টি ম্যাচে। বাকি ১টি ম্যাচের ফলাফল টাই হয়েছে।

কিভাবে দেখবেন IND vs NZ টি-টোয়েন্টি সিরিজ ?

টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে তাদের লড়াই বরাবরই সমানতালে চলে এসেছে। ভারতের মাটিতে সিরিজের সব ম্যাচ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে JioHotstar-এ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি সন্ধ্যা সাতটায়, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। যদিও এই ম্যাচটি বিনামূল্যে দেখতে পাওয়া যাবে না। নির্দিষ্ট প্যাকেজের বিনিময়ে ভক্তরা এই ম্যাচের মজা উপভোগ করতে পারেন।

Read Also: ‘ওকে দিয়ে ক্যাপ্টেন্সি হবে না….’, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারে গিলের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য আজিঙ্কা রাহানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *