অভিষেক-রিঙ্কুর ব্যাটিং তান্ডব, নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ল ভারত !! 1

নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Match) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আজ নাগপুরের মাটিতে প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবদিক থেকে প্রস্তুত করছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটান প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ম্যাচে আজ টসে জিতে বোলিং’এর সিদ্ধান্ত বেছে নেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের হয়ে টপ অর্ডারে হাল ধরেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ঈশান কিষাণ (Ishan Sharma) এবং সঞ্জু স্যামসন (Sanju Samson) ব্যর্থ হলেও তার দুরন্ত ব্যাটিং দলকে ভরসা দেয়।

Read More: RCB’এর মালিক হচ্ছেন কোহলি পত্নি অনুষ্কা-রনবীর, IPL’এর আগেই বড় পরিবর্তন !!

ব্যর্থ সঞ্জু-ঈশান-

অভিষেক-রিঙ্কুর ব্যাটিং তান্ডব, নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ল ভারত !! 2
IND vs NZ | Image: Getty Images

আজ ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই কাইল জেমিসন (Kyle Jamieson) করা বলে রাচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সঞ্জু। তার ব্যাট থেকে আসে ৭ বলে মাত্র ১০ রান। ওপেনার হিসেবে জায়গা ফিরে পেয়েও নিজেকে প্রমাণ করতে পারলেন না। অন্যদিকে আজ ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ঈশান কিষাণ মাঠে নামেন। এই তারকা ২ বছর পর দেশের জার্সিতে মাঠে নেমেই প্রথম বলে চার হাঁকান এই তারকা।

কিন্তু ২.৫ ওভারে জ্যাকব ডাফির (Jacob Duffy) বলে মার্ক চাপম্যানকে (Mark Chapman) ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। তার ব্যাট থেকে আসে ৫ বলে মাত্র ৮ রান। তিনি বড়ো ইনিংস গড়তে না পারায় দল অনেকটাই চাপের মুখে পড়ে যায়।

ব্যাট হাতে জ্বলে ওঠেন অভিষেক-

অভিষেক-রিঙ্কুর ব্যাটিং তান্ডব, নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ল ভারত !! 3
IND vs NZ | Image: Getty Images

একের পর এক উইকেট হারিয়ে দল চাপের মুখে পড়ে গেলেও অভিষেক শর্মা ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে ৪৭ বলে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন। ফলে ভারতের স্কোরবোর্ড দ্রুতগতিতে এগিয়ে যায়। অভিষেক ৩৫ বলে ৮৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে পৌঁছে দেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ৮ টি ছয়। অন্যদিকে অধিনায়কের ব্যাট থেকে ২২ বলে ৩২ রান আসে।

পুরোনো ছন্দে রিঙ্কু সিং-

অভিষেক-রিঙ্কুর ব্যাটিং তান্ডব, নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ল ভারত !! 4
IND vs NZ | Image: Getty Images

এরপর নিচের দিকে ব্যাট করতে নেমে দলের ভরসা হয়ে ওঠেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও রিঙ্কু সিং (Rinku Singh)। হার্দিক ১৬ বলে ২৫ রানে আউট হয়ে গেলেও রিঙ্কু ব্যাট হাতে জ্বলে ওঠেন। আজ তাকে পুরনো ছন্দে লক্ষ্য করা যাচ্ছিল। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলের হয়ে ইতিহাস তৈরি করেন। ২০ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন এই তারকা।

ফলে ভারতীয় দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে নেয়। এটাই এখনও পর্যন্ত ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি এবং কাইল জেমিসন ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: মুস্তাফিজুরের বদলি পেল KKR, নাইটদের জার্সিতে IPL মাতাবেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *