IND vs NZ 1st ODI STATS REVIEW: কিউইদের বিপক্ষে দুরন্ত জয় গিল বাহিনীর, ভাঙল একাধিক রেকর্ড !! 1

ভারতীয় ওডিআই দলে রোহিত শর্মার (Rohit Sharma) পর শুভমান গিল (Shubman Gill) অধিনায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন। এই ভূমিকায় গত বছর সেইভাবে প্রভাব ফেলতে না পারলেও নতুন করে ভক্তদের আশা দেখাচ্ছেন তরুণ ব্যাটসম্যান। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। গতকাল ব্যাট হাতে দলের হয়ে আবারও জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এর সঙ্গেই এই ম্যাচে একাধিক রেকর্ড দৃষ্টান্ত তৈরি করে।

Read More: রাহুলের ম্যাচ জয়ী বাউন্ডারিতে অনুষ্কা শর্মার নাচ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

ভারতের দুরন্ত জয়-

IND vs NZ 1st ODI STATS REVIEW: কিউইদের বিপক্ষে দুরন্ত জয় গিল বাহিনীর, ভাঙল একাধিক রেকর্ড !! 2
IND vs NZ | Image: Getty Images

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন ডেভন কন‌ওয়ে (Devon Conway) এবং হেনরি নিকোলাস (Henry Nichollas)। দুজনে দলের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করার চেষ্টা করেন। ভারতীয় বোলিং আক্রমণের সামনে নিজেদের ধৈর্যের প্রমাণ দেন তারা। দুজনে মিলে ১৩০ বলে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। ডেভনের ব্যাট থেকে ৫৬ রান এবং হেনরির ব্যাট থেকে ৬২ রান আসে। এরপর দলের হয়ে হাল ধরেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তিনি ৭২ বলে ৮৪ রানের ইনিংসে খেলে দলকে লড়াইয়ে পৌঁছে দেন।

প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে কিউইরা। বল হাতে ভারতের হয়ে মহম্মদ সিরাজ (Mohammed Siraj), হর্ষিত রানা (Harshit Rana) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prashidh Krishna) ২ টি করে উইকেট সংগ্রহ করে চাপ সৃষ্টি করেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি ব্যাট হাতে জ্বলে ওঠেন। শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান এই তারকা। দুজনে মিলে ১০৭ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়ে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন।

৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলে আবারও নিজেকে প্রমাণ করেন কিং কোহলি। এরপর ৪৭ বলে ৪৯ রানের ইনিংস খেলে শ্রেয়স আইয়ার‌ও (Shreyas Iyer) ভরসা হয়ে ওঠেন। শেষে কেএল রাহুলের (KL Rahul) অপরাজিত ২৯ রানে ভর করে ভারত ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

IND vs NZ ম্যাচে ভাঙল একাধিক রেকর্ড-

ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি পাওয়া POTM অ্যাওয়ার্ড-

সচিন তেন্ডুলকর- ৫২
সনৎ জয়সূর্য- ৪৮
বিরাট কোহলি- ৪৫*
জ্যাক ক্যালিস- ৩২
রিকি পন্টিং- ৩২
শহিদ আফ্রিদি- ৩২

সফলভাবে বিরাট কোহলির ৩০০+ রান চেস-

ইনিংস- ১২
রান- ১০৯১
বল- ৮৭১
অ্যাভারেজ- ১২১.২২
স্ট্রাইক রেট- ১২৫.২৫
১০০/৫০- ৭/২

সবচেয়ে বেশি বার ওডিআইতে ৫০+ রান-

বিরাট কোহলি- ৫
কুইন্টন ডি কক- ২
কেন উইলিয়ামসন- ২
বাবর আজম- ২

সবচেয়ে বেশি বার ৩০০ রান তাড়া করে জয়-

ভারত- ২০
ইংল্যান্ড- ১৫
অস্ট্রেলিয়া- ১৪
পাকিস্তান- ১২
নিউজিল্যান্ড/শ্রীলঙ্কা- ১১

এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ রেকর্ড-

দ্রুততম আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রান সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান।

রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০ টি ছয় মারার রেকর্ড গড়েন।

Read Also: “BCCI’এর লজ্জা লাগা উচিত..”, ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার থাকায় কটাক্ষ নেটিজেনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *