বছরের শুরুতেই নিউ জিল্যান্ডকে হারিয়ে (IND vs NZ) ১-০ ব্যাবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। দীর্ঘ বিরতির পর ভারতীয় দলে ফিরেছিলেন অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুই তারকার প্রত্যাবর্তনটা বেশ ভালোই হলো, দুজনেই রান পেয়েছেন। আজকের ম্যাচের কথা বলতে গেলে, এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শুভমান গিল।প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩০০ রান।
বছরের শুরুতে জয় পেল টিম ইন্ডিয়া

কিউই দলের হয়ে ওপেনিংয়ে ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস দৃঢ় ব্যাটিংয়ে দলের জন্য ভালো ভিত তৈরি করেন। কনওয়ে ৫৬ এবং নিকোলস ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হর্ষিত রানা প্রথম দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। মাঝের দিকে আবার বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড। তবে, শেষের দিকে ড্যারিল মিচেল দুর্দান্ত ছন্দে ব্যাট করে ৭১ বলে ৮৪ রান করেন এবং তাঁর এই ইনিংসের সুবাদে নিউ জিল্যান্ড দল ৩০০ রানের গণ্ডি অতিক্রম করে। ভারতের হয়ে মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিং করতে এসে ভারতের হয়ে শুরুটা ভালো হয়নি। রোহিত শর্মা (Rohit Sharma) বড় শট খেলতে গিয়ে ২৯ বলে ২৬ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। ক্যাপ্টেন শুভমান গিল বানান ৭১ বলে ৫৬ রান। ভারতের হয়ে দুরন্ত ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাছাড়া, শ্রেয়স ৪৭ বলে ৪৯ রান বানান। একসময়ে ভারত সহজে ম্যাচ জয়ের প্রান্তে দাঁড়িয়ে ছিল। তবে, কাইল জেমিসন কোহলি, শ্রেয়স ও জাদেজাকে ৮ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট তিনিই নিয়েছেন। শেষের দিকে হার্ষিত রানা (Harshit Rana) ২৩ বলে ২৯, কেএল রাহুল ২১ বলে ২৯ এবং ওয়াসিংটন সুন্দরের ৭ রানে ৬ বল বাঁকি থাকতেই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কিউইদের হয়ে জেমিসন ছাড়া আদিত্য অশোক ও ক্রিস্টিয়ান ক্লার্ক ১টি করে উইকেট পেয়েছেন।