IND vs NZ 1ST ODI 2026: ভদোদরায় ইতিহাসের হাতছানি, ভারত–নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে নজরে পিচ ও আবহাওয়ায় !! 1

IND vs NZ: বছরের শুরুতে প্রথম বারের জন্য আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজটি খেলতে চলেছে ভারত। দুই দলের মধ্যে সাদা বলের সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে এক বিশেষ ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভদোদরা। বিসিএ স্টেডিয়ামে এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ওডিআই সিরিজে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় ওডিআই দলের ভাইস ক্যাপ্টেন ও ক্যাপ্টেন এর ফিরে আসার পর দল আরো শক্তিশালী হয়েছে যদিও ওডিআই সিরিজের জন্য বিশ্রামে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরাহকে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুজনকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার পালা নিউজিল্যান্ড এর বিরুদ্ধে সিরিজ জেতার।

IND vs NZ 1ST ODI 2026 PITCH & WEATHER REPORT

Ind vs nz
Vadodara cricket stadium | Image: Twitter

রবিবার ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। ভদোদরা বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম ম্যাচটি।  প্রথমবারের জন্য আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। সূত্রের খবর প্রথম ম্যাচে এখানে ব্যাটিং সহায়ক পিচ লক্ষ্য করা যাবে। বল ব্যাটে ভালোভাবে আসবে, ফলে ব্যাটসম্যানরা শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলতে পারবেন। পিছে সামান্য বাউন্স লক্ষ্য করা যাবে যে কারণে এই উইকেটে পেসাররাও বেশ সুবিধা পাবেন। সঠিক লাইন ও লেন্থে বল করতে পারলে ব্যাটসম্যানদের বিপক্ষে ফেলতে পারেন বোলাররা। স্পিনারদের জন্য এই পিছে খুব একটা সাহায্য থাকবে না বলেই মনে করা হচ্ছে তবে মাঠটি তুলনামূলকভাবে বড় হওয়ার কারণে মিস হিট উইকেট এনে দিতে পারে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের জন্য উইকেট আরো সপাট হবে। অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নিতে পারেন।

Read More: বাংলাদেশকে ব্যান করছে ভারত সরকার, টি২০ বিশ্বকাপ বিতর্কে সামনে এল চাঞ্চল্যকর তথ্য !!

এরপর আবহাওয়ার কথা বলতে গেলে প্রথম দিনে ম্যাচে রৌদ্রজ্জ্বল ও মেঘমুক্ত আকাশ থাকবে যার ফলে একটি দুর্দান্ত খেলা উপভোগ করবেন দর্শকরা। ভদোদরায় বৃষ্টির কোনও আশঙ্কা নেই। ম্যাচের দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস রয়েছে। বাতাসে ৬৫ শতাংশ আপেক্ষিক আদ্রতা বিরাজমান থাকবে তাছাড়া ঘন্টায় ১২ কিলোমিটার বেগে বাতাস বইবার আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আবহাওয়া ও পিচ – দুটোই মিলিয়ে একটি জমজমাট ওয়ানডে ম্যাচের প্রত্যাশা করা যেতেই পারে।

Read Also: ‘ভারতের দালাল’, বিশ্বকাপ নিয়ে সুবুদ্ধি দেওয়ায় তামিম ইকবালকে কটাক্ষ বাংলাদেশ বোর্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *