IND vs NZ: মিচেলের ব্যাটে আগুন, কনওয়ে-নিকোলসের ভিত, ভারতের সামনে ৩০০ রানের চ্যালেঞ্জ কিউইদের !! 1

বছরের শুরুতে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড (IND vs NZ)। রুদ্ধশ্বাস এই লড়াইটি ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লড়াই। ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। দলের দুই তারকা দলে ফিরতে ভারতীয় দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ওডিআই ক্রিকেটে বহু সময় বাদে ভারত আবার পরপর দুটি টস জয়লাভ করেছে।

মিচেলের দুরন্ত ব্যাটিংয়ে ৩০০ পেরোলো নিউজিল্যান্ড

Ind vs nz
Daryl Mitchell | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে নিউজিল্যান্ড। ইনিংস জুড়ে কিউই ব্যাটারদের দায়িত্বশীল ও কার্যকর পারফরম্যান্সে ভর করেই ৩০০ রানের গণ্ডি ছোঁয় সম্ভব হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ডেভন কনওয়ে (Devon Conway) ও হেনরি নিকোলস (Henry Nichols) শক্ত ভিত গড়ে দেন। দলের শুরুটা বেশ ভালো হয়েছিল যে কারণে শুরু থেকে একটু হলেও ব্যাকফুটে দেখা যাচ্ছিল টিম ইন্ডিয়াকে। তবে হার্ষিত রানা (Harshit Rana) দলের হয়ে প্রথম দুটি উইকেট নিতে সক্ষম হন এবং ভারতকে ম্যাচে কামব্যাক করান। ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৬৭ বলে ৫৬ রান, যেখানে ছিল ৬টি চার।

Read More: “সিদ্ধান্ত নেওয়ার মতন আমরা…” বাংলাদেশ ইস্যুতে বল ICC’র কোর্টে, অবস্থান পরিষ্কার করল BCCI !!

অন্যদিকে হেনরি নিকোলস আরও সাবলীল ব্যাটিং করে ৬৯ বলে ৬২ রান সংগ্রহ করেন। তাঁদের জুটিতেই বড় স্কোরের ভিত পায় নিউজিল্যান্ড। মাঝের ও শেষের দিকে দারুণ ছন্দে দেখা গিয়েছে ড্যারিল মিচেলকে (Daryl Mitchell)। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন ৭১ বলে। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। চাপের মুহূর্তে তাঁর এই ইনিংসই নিউজিল্যান্ডকে ৩০০ রানের দিকে এগিয়ে নিয়ে যায়। শেষের দিকে ক্লার্ক ১৭ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলেন। অন্যদিকে, ভারতের হয়ে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা তিন’জনেই ২টি করে উইকেট নেন। কুলদীপ যাদব ১টি উইকেট পেলেও রান আটকাতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণা ও রবীন্দ্র জাদেজা কিছুটা ব্যয়বহুল প্রমাণিত হন।

Read Also: আইসিসির সিদ্ধান্ত মানবে না BCB, ভারত ইস্যুতে বিশ্বকাপ ছাড়ার হুঁশিয়ারি লিটনদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *