Team India

IND vs NED: বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আপাতত বিশ্বকাপে চার দল সেমিফাইনালের টিকিট করে ফেলেছে কনফার্ম। গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ ২০২৩’এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই করে ফেলে। আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর ২৯২ রান তাড়া করে বিশ্বকাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যায় অস্ট্রেলিয়া। পাশাপাশি শেষ দল হিসেবে নিউজিল্যান্ড এই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ভারতীয় দল আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও নেদারল্যান্ড (IND vs NED)।

Read More: World cup 2023: ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, ব্যাটে-বলে হল নাস্তানাবুদ !!

নেদারল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে থাকবেন রোহিত-কোহলিরা

Virat Kohli ,Rohit Sharma and KL Rahul, ind vs ned
Virat Kohli, Rohit Sharma and KL Rahul | Image: Getty Images

এই ম্যাচের (IND vs NED) আগে উঠে আসলো বড় আপডেট, প্রসঙ্গত আজকের ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে নিয়মরক্ষার মাত্র। আটটি ম্যাচের মধ্যে আটটিতেই জিতে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ভারতীয় দলের হয়ে প্রথম দিন থেকেই প্রদর্শন দেখিয়ে আসছেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) রা। দলের দুই অভিজ্ঞ প্লেয়ারকে আজকে বিশ্রাম নিতে যাবে দেখা। ভারতীয় দল আগামী ১৫ নভেম্বর বিখ্যাত মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মেগা সেমিফাইনলে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের। এই ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে সুযোগ রয়েছে ২০১৯’এর বদলা নেওয়ার। ঘরের মাঠে টিম ইন্ডিয়া কিউইদের পরাস্ত করতে মোরিয়া, পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত-বিরাটদের ব্যাট থেকে রান আশাটা আবশ্যিক। ভারতীয় দল এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোর পর বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দলের অভিজ্ঞ প্লেয়ারদের বিশ্রাম নিতে দেখা গিয়েছিল মেগা ম্যাচের জন্য প্রস্তুত রাখার জন্য।

নেদারল্যান্ডের বিরুদ্ধে দলের দায়িত্ব নেবেন KL রাহুল

হার্দিক পান্ডিয়া (Hardik Pandha) চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর টিম ইন্ডিয়ার সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয় কেএল রাহুলকে (KL Rahul)। দলের মিডিল অর্ডার বেশ ভালো ভাবেই সামলাতে দেখা যাচ্ছে রাহুলকে। আজকে নেদারল্যান্ডের বিরুদ্ধে তার দায়িত্ব দ্বিগুন হয়ে গেল, রোহিত শর্মা (Rohit Sharma) বিশ্রাম নিলে আজকে দলের নেতৃত্ব দেবেন রাহুল। অন্যদিকে মেগা সেমিফাইনালের আগে, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মোহম্মদ সিরাজদের (Mohammed Siraj) বিশ্রাম দেওয়া হবে। নেদারল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাবেন ঈশান কিষান (Ishan Kishan), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), রবিচন্দ্রন অশ্বিনরা (Ravichandran Ashwin)।

নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

ঈশান কিষান, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (C/WK), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মোহম্মদ শামি, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা।

Read More: World Cup 2023, IND vs NED: বিশ্বকাপে জয়ের ধারা অব্যহত রাখতে মোরিয়া টিম ইন্ডিয়া, নেদারল্যান্ডের বিরুদ্ধে দলে এন্ট্রি নিচ্ছেন এই তুখোড় অলরাউন্ডার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *