IND vs IRE: শুক্রবার থেকে শুরু হওয়া ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে ডাবলিনে। দুই দলই এই ম্যাচে জিতে সিরিজে জয়ের সূচনা করতে চায়। ভারতীয় দল তরুণ খেলোয়াড়ে ঠাসা এবং অধিনায়ক বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণার মতো কিছু খেলোয়াড়ও ফিরে আসছেন। এমতাবস্থায় সব খেলোয়াড়ই চাইছে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে দলকে জয় উপহার দিতে। একই সঙ্গে তরুণ ভারতীয় দলকে হারাতে চেষ্টা করবে আয়ারল্যান্ড। এ দিন, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। আর সেই সিদ্ধান্তটা যে সঠিক তা বুঝিয়ে দেন দলের বোলাররা।
এ দিন, নিজের প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন জসপ্রিত বুমরাহ। চোট সারিয়ে দলে ফিরে আগুনে মেজাজে দেখা যায় তাকে। শুধু বুমরাহ নন, দলে ফিরেৃই দুটি করে উইকেট তুলে নেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই। ১টি উইকেট তুলে নেন আরশদীপ সিং। মূলতে তাদের জন্যই প্রথম ইনিংসে ব্যাট করা আয়ারল্যান্ডের ৭টি উইকেট তুলে নিয়ে ১৩৯ রানের মধ্যে বেঁধে রাখে ভারত। আইরিশদের হয়ে ৫১ রানের ইনিংস খেলেন ব্যারি ম্যাকার্থি। টিম ইন্ডিয়ার এই বোলিং পারফরমেন্সে খুশি নেটিজেনরা।
দেখুন টুইট চিত্র:
139 is a good total going by where Irish men was after loosing 6 wickets..#INDvsIRE
— Ali Asgar (@AliAsga1) August 18, 2023
No context 💀😭😭😭😭😭💀💀💀💀😭😂🤣😂🤣😂👻😂🤣😂👻😭😭💀💀#Bumrah #CricketTwitter #INDvsIRE pic.twitter.com/26gXadhiRb
— irfan_orakzai (@irfanorakzai20) August 18, 2023
#arshdeep did not get to bowl 19th over( which he thought was a relief) and then he made 20th over as his own 😂😂 #INDvsIRE #Bumrah #RinkuSingh #bcci #cricket #20thover
— BeFairInLife (@BeFairInLife) August 18, 2023
#INDvsIRE Siraj, Shami and Bumrah should be good bowling attack in Asia cup and world cup
— Chosen One (@ChosenO44160809) August 18, 2023