আভেশ খান
পাকিস্তানের বিপক্ষে ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া তুলে নেন ৭টি উইকেট। এই ম্যাচে স্পিনাররা উইকেট তোলার থেকে বেশি রান দিয়ে ফেলেন। রবীন্দ্র জাদেজা এবং যুজবেন্দ্র চাহাল কার্যকর প্রমাণিত হয়নি। তবে এর পাশাপাশি বলতে হবে আভেশ খানের নাম। এখনও পর্যন্ত এই পেস বোলার দাগ কাটতে পারেননি। বর্তমানে অভিজ্ঞ স্পিনার অশ্বিনও বসে আছেন বেঞ্চে। হংকংয়ের বিপক্ষে বাড়তি স্পিনার খেলাতে আভেশের জায়গায় তাকে সুযোগ দেওয়া হতে পারে। দুবাইয়ের পিচে চমক দেখাতে পারেন অশ্বিন। অশ্বিনও যদি ব্যাট হাতে মাঠে নামেন, তাহলে তিনি দলের জন্য যথেষ্ট কাজে দেবে।