IND vs ENG: লর্ডসে হারায় নেটপাড়ায় তিব্র সমালোনা রোহিতদের, টুইটারে উঠলো এই বিরাট অভিযোগ! দেখে নিন টুইটের চালচিত্র 1

IND vs ENG: চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০০ রানে জয় তুলে নিল ইংল্যান্ড। জয়ের জন্য ভারতকে ২৪৭ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। বৃহস্পতিবার টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে তারা। শুরুতে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের ঘূর্ণির তোপের মুখে পড়ে ইংলিশরা। চাহাল ৪ উইকেট নেন। জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া নিয়েছেন ২টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে অবশ্য ভারত পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে। এ দিন বাঁহাতি পেসার রপলি মাত্র ২৪ রানে নিলেন ৬ উইকেট—ভারতের বিপক্ষে কোন ইংল্যান্ড বোলারের যেটি সেরা ফিগার। ফল—৩৮.৫ ওভারে ১৪৬ রানেই আটকে যায় ভারত। ওভালের বিভীষিকা ভুলে ১৪ জুলাই সেই লর্ডসে আরেকটি জয় পেল ইংল্যান্ড। এ ম্যাচে সুপার ওভার দূরে থাক, শেষ পর্যন্তও যেতে হল না। ১০০ রানের জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনল তারা। ভারতের এই হারে মুখ খোলেন নেটিজেনরা।

দেখে নিন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *