ind-vs-eng-team-england-punished-for-slow-over-rate

IND vs ENG: লর্ডসের স্নায়ুযুদ্ধে শেষ হাসি ইংল্যান্ডের। চতুর্থ ইনিংসে ভারতের প্রয়োজন ছিলো মাত্র ১৯৩ রান। খাতায়-কলমে এই লক্ষ্য বিরাট না হলেও কার্স, স্টোকস, আর্চারদের দাপটে মুখ থুবড়ে পড়ে তারকাখচিত ‘মেন ইন ব্লু’ ব্যাটিং লাইন-আপ (IND vs ENG)। চতুর্থ দিনের বিকালে মাত্র ৫৮ রান তুলতেই চার উইকেট খুইয়ে ফেলেছিলো ভারতীয় শিবির। সাজঘরে ফিরেছিলেন যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিল’রা। পঞ্চম দিনের সকালেও বদলায় নি ব্যর্থতার ছবিটা। প্রথম সেশনেই চার উইকেট খুইয়ে বসেছিল টিম ইন্ডিয়া (Team India)। মধ্যাহ্নভোজের বিরতির সময় তাদের স্কোর ছিলো ৮ উইকেটের বিনিময়ে ১১২ রান। এরপর দুই টেল-এন্ডার বুমরাহ ও সিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা। শেষমেশ অবশ্য তাঁর ৬১* রানের মরিয়া ইনিংসও যথেষ্ট হয় নি। ২২ রানে হারতেই হয়েছে ভারতকে। সিরিজে ২-১ ফলে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড।

Read More: গম্ভীরের এই ভুলে জেতা ম্যাচ হারলো ভারত, জাদেজার পরিশ্রমে জল ঢাললেন প্রধান কোচ !!

শাস্তির সম্মুখীন ইংল্যান্ড দল-

England Cricket Team | IND vs ENG | Image: Getty Images
England Cricket Team | IND vs ENG | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ২২ রানের ব্যবধানে জিতেও অস্বস্তিতে ইংল্যান্ড দল (IND vs ENG)। স্লো-ওভার রেটের কারণে শাস্তির কোপে তারা। আইসিসি’র ডব্লুটিসি ‘প্লেয়িং কন্ডিশন’-এর ধারা ১৬.১১.২ অনুযায়ী কোনো দল নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা যায়। সময়সীমা থেকে দুই ওভার পিছিয়ে থাকার জন্য দুই পয়েন্ট খোয়াতে হয়েছে ইংল্যান্ডকে। যার ফলে বড়সড় রদবদল চোখে পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ২০২৫-২৭ চক্রের ক্রমতালিকায়। ২৪ পয়েন্ট থেকে ২২-এ নেমে এসেছে ইংল্যান্ড। এছাড়া তাদের পার্সেন্টেজ পয়েন্ট’ও ৬৬.৬৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬১.১১-এ। যার ফলে ক্রমতালিকার দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে ইংল্যান্ড। তাদের সামনে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

‘অপরাধ’ স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। পয়েন্ট খোয়ানোর পাশাপাশি শাস্তিস্বরূপ ক্রিকেটারদের ম্যাচ ফি থেকেও ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ইংল্যান্ড দল শাস্তি পাওয়ায় ক্ষুব্ধ প্রাক্তনী মাইকেল ভন। ইতিমধ্যেই ট্যুইটার (এক্স)-এ সরব হয়েছেন তিনি। আঙুল তুলেছেন ভারতীয় দলের দিকে। লিখেছেন, “সত্যি বলতে লর্ডসে দুই দলেরই ওভাররেট বেশ খারাপ ছিলো। কেন শুধু একটিমাত্র দল শাস্তি পেলো তা আমার বোধগম্য হচ্ছে না।” লর্ডসে (IND vs ENG) ম্যাচ রেফারীর কোপে পড়তে হয়েছে পেসার মহম্মদ সিরাজকেও (Mohammed Siraj)। বেন ডাকেট’কে আউট করে যেভাবে আগ্রাসী সেলিব্রেশন করেছিলেন তিনি, তা আইসিসি শৃঙ্খলাবিধি অনুযায়ী লেভেল টু অপরাধ, জানিয়েছেন তিনি। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা দিতে হয়েছে তাঁকে। সাথে পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট’ও।

দেখে নিন ভনের ট্যুইট-

বদল চতুর্থ টেস্টের স্কোয়াডে-

Shoaib Bashir Ruled Out of IND vs ENG Series | Image: Getty Images
Shoaib Bashir Ruled Out of IND vs ENG Series | Image: Getty Images

লর্ডস টেস্টের (IND vs ENG) পর আপাতত দিনকয়েকের বিরতি রয়েছে। ম্যাঞ্চেস্টারে চতুর্থ ম্যাচ শুরু হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ২৩ তারিখ থেকে। তবে গতকালই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বোলিং-এর সময় ফলো থ্রু’তে রবীন্দ্র জাদেজার জোরালো শট রুখতে গিয়ে বাম হাতের আঙুল ভেঙেছে অফস্পিনার শোয়েব বশিরের (Shoaib Bashir)। ম্যাঞ্চেস্টারে নেই তিনি। খেলবেন না ওভালে শেষ টেস্টটিও। চতুর্থ ম্যাচের জন্য তাই বেছে নেওয়া হয়েছে হ্যাম্পশায়ারের লিয়াম ডসন’কে (Liam Dawson)। আট বছর পর লাল বলের ফর্ম্যাটে দেশের জার্সিতে কামব্যাক করতে পারেন তিনি। এছাড়া বাকি স্কোয়াড অপরিবর্তিতই রয়েছে। স্যাম কুক ও জেইমি ওভারটন’কে অতিরিক্ত হিসেবে যুক্ত করা হয়েছিলো দলের সাথে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ থাকায় ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।

Also Read: IND vs ENG 4th Test: বিশ্রামে বুমরাহ, সংশয় পন্থকে নিয়েও, ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় একাদশে থাকছে তিন পরিবর্তন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *