IND vs ENG: ভারত বনাম ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) ফলাফল আপাতত ২-১। লিডস ও লর্ডসে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড শিবির। ভারত জিতেছে এজবাস্টনে। ম্যাঞ্চেস্টার টেস্টটি শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। ওভালে শেষ ম্যাচটি জিততে পারলে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে শুভমান গিল’দের। সেই লক্ষ্যেই আজ থেকে মাঠে নেমেছেন তাঁরা। ওল্ড ট্র্যাফোর্ডে যে এগারো জন’কে সুযোগ দিয়েছিলো ‘মেন ইন ব্লু,’ তাঁর মধ্যে চারজন’কে নেই ওভালের একাদশে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে রিজার্ভ বেঞ্চে রয়েছেন পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ডান পায়ের মেটাটার্সাল হাড় ভাঙায় খেলছেন না উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ’ও। এছাড়া বাদ দেওয়া হয়েছে শার্দুল ঠাকুর ও অংশুল কম্বোজ’কে। চার তারকার বদলি হিসেবে ওভাল টেস্টে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণা, করুণ নায়ার ও আকাশ দীপ।
Read More: “জল বইবার জন্য নিয়ে গিয়েছে…” পঞ্চম টেস্টে সুযোগ পেলেন না কুলদীপ যাদব, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
শিকে ছিঁড়লো না তিনজনের ভাগ্যে-

১৮ জন’কে রাখা হয়েছিলো ইংল্যান্ডগামী ভারতীয় দলে (IND vs ENG)। পাঁচ টেস্টে এর মধ্যে মাঠে নামার সুযোগ পেয়েছেন ১৫ জন। শিকে ছেঁড়ে নি কেবল তিন জনের ভাগ্যে। আগাগোড়াই রিজার্ভ বেঞ্চে থাকতে হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণ, উত্তরপ্রদেশের কুলদীপ যাদব ও পাঞ্জাবের আর্শদীপ সিং-কে। ২০২২ সালে প্রথমবার টিম ইন্ডিয়ার অন্দরে জায়গা পেয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। এরপর কখনও তাঁকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আবার কখনও সুযোগ পেয়েছেন মূল স্কোয়াডে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সুযোগ দেওয়া হয় নি টেস্ট অভিষেকের। ঘরোয়া ক্রিকেটে নিরন্তর ভালো পারফর্ম্যান্স করে গেলেও আন্তর্জাতিক আঙিনায় থেকেছেন উপেক্ষিত। চলতি ইংল্যান্ড সিরিজে তাঁর বদলে করুণ নায়ার ও সাই সুদর্শনকে অগ্রাধিকার দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। তাঁরা ব্যর্থ হওয়া সত্ত্বেও ডাকেন নি অভিমন্যুকে।
২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিলো কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। গত সাত বছরে তিনি খেলেছেন মাত্র ১৩টি টেস্ট ম্যাচ। রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় জমানায় স্পিন তারকা হিসেবে অগ্রাধিকার পেয়ে এসেছেন রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এমনকি ওয়াশিংটন সুন্দর। গম্ভীর কোচ হওয়ার পরেও ভাগ্য বদলায় নি উত্তরপ্রদেশের তারকার। ফর্মে থাকা সত্ত্বেও টেস্ট একাদশে ব্রাত্যই থেকেছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, দীপ দাশগুপ্ত, রবিচন্দ্রণ অশ্বিনদের মত প্রাক্তনীরা চলতি সিরিজে (IND vs ENG) বারবার সওয়াল করেছেন কুলদীপের হয়ে। কিন্তু চিঁড়ে ভেজে নি তাতে। চায়নাম্যান স্পিনারকে সুযোগ দেওয়ার পথে হাঁটে নি টিম ম্যানেজমেন্ট। ম্যাঞ্চেস্টারে হয়ত শিকে ছিঁড়তে পারত আর্শদীপের ভাগ্যে। কিন্তু অনুশীলনে হাত কাটায় মাঠে নামতে পারেন নি। ওভালে খেলানো হবে তাঁকে, ভেবেছিলেন অনেকে। কিন্তু শেষমেশ প্রসিদ্ধে আস্থা রেখেছে দল।
ইনিংসের শুরুতেই বেকায়দায় ভারতীয় দল-

আজও টস হারলো টিম ইন্ডিয়া। এই নিয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টসের মুদ্রা পড়লো তাদের বিপক্ষে। এহেন ঘটনা ক্রিকেট ইতিহাসে আগে কখনও ঘটেছে কিনা তা মনে করতে কালঘাম ছুটছে পরিসংখ্যানবিদদেরও। কাঁধের চোটে নেই বেন স্টোকস। ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন নেতা অলি পোপ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। উইকেটের জন্য অপেক্ষা করতে হয় নি বেশীক্ষণ। চতুর্থ ওভারেই ভারতকে ধাক্কা দেন গাস অ্যাটকিনসন। তাঁর বলে লেগ বিফোর উইকেট হন যশস্বী জয়সওয়াল। ৯ বলে ২ রান করে সাজঘরে ফেরেন বাম হাতি ওপেনার। ওল্ড ট্র্যাফোর্ডের দ্বিতীয় ইনিংসে শূন্য করে স্লিপে ধরা পড়েছিলেন তিনি। আজও সাফল্যের দেখা পেলেন না ব্যাট হাতে। ১০ রানের মাথায় প্রথম উইকেট খোয়ায় ভারত। প্রতিবেদন লেখার সময় অবধি তাদের স্কোর ১ উইকেটের বিনিময়ে ৩৪। রয়েছেন রাহুল ও সাই।