IND vs ENG: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দু’টি টেস্ট সিরিজ হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে অগ্নিপরীক্ষার সম্মুখীন ‘নিউ লুক’ টিম ইন্ডিয়া (IND vs ENG)। রবিচন্দ্রণ অশ্বিন, বিরাট কোহলি, রোহিত শর্মাদের অবসরের পর বিদেশের মাঠে কি করে মানিয়ে নেয় ‘মেন ইন ব্লু’ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটজনতার। তিন কিংবদন্তির শূন্যস্থান পূরণ করাই বড় চ্যালেঞ্জ নির্বাচকদের কাছে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে অশ্বিনের বিকল্প হিসেবে বোর্ডের ভাবনায় রয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ওপেনিং স্লটে রোহিতের উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ ও সাই সুদর্শন। ভারত-এ দলের হয়ে যিনি ভালো খেলবেন তিনিই সুযোগ পেতে পারেন সিনিয়র স্কোয়াডে। আর চার নম্বরে বিরাট কোহলির (Virat Kohli) বিকল্প হিসেবে ভাবা হচ্ছে শুভমান গিল’কে (Shubman Gill)।
Read More: IPL 2025: প্লে-অফের আগে RCB-র জন্য সুখবর, মাঠে ফিরছেন তারকা ক্রিকেটার !!
চার নম্বরে খেলবেন শুভমান গিল-

ওপেনার হিসেবেই টেস্ট কেরিয়ারের শুরুটা করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ২০২০ থেকে ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল অবধি ইনিংসের গোড়াতেই নতুন বলের মুখোমুখি হতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ২০২৩-এ যশস্বী জয়সওয়ালকে প্রথম একাদশে জায়গা করে দিতে ব্যাটিং পজিশন বদলান তিনি। চেতেশ্বর পূজারা বাদ পড়ায় তাঁর ছেড়ে যাওয়া তিন নম্বরে পজিশনে শুভমানকে (Shubman Gill) ব্যবহার করা শুরু করেছিলেন তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শুরুতে সমস্যায় পড়লেও পরে ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলেন তিনি। বিদেশের মাঠে বিশেষ সাফল্য পান নি ঠিকই, তবে ঘরের মাঠে বাংলাদেশ, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে নেমে বেশ কয়েকটি চমৎকার ইনিংস খেলেছিলেন তিনি।
আসন্ন ইংল্যান্ড সফরে (IND vs ENG) ফের জায়গা বদল করতে দেখা যাবে শুভমানকে (Shubman Gill)। বিরাট কোহলির অবসরের পর চার নম্বরে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের দায়িত্ব পাঞ্জাবের তরুণকেই দিতে পারে ‘মেন ইন ব্লু।’ স্যুইং সমৃদ্ধ পিচে চার নম্বর পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতার সাথে সাথে ধৈর্য্যেরও পরীক্ষা দিতে হয় প্রতিনিয়ত। এই কঠিন চ্যালেঞ্জ সামলানোর ক্ষেত্রে ‘অনভিজ্ঞ’ টিম ইন্ডিয়ার বাজি শুভমান’ই। ঘরোয়া ক্রিকেটে গত মরসুমে অনবদ্য পারফর্ম্যান্স করেছেন কর্ণাটকের করুণ নায়ার। শুভমান যদি চার নম্বরে নামেন সেক্ষেত্রে তিনে তাঁকে ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে ‘মেন ইন ব্লু।’ না হলে দায়িত্ব দেওয়া হতে পারে কে এল রাহুল’কেও। ইংল্যান্ডে (IND vs ENG) পাঁচ ও ছয়ে সম্ভবত দেখা যাবে ঋষভ পন্থ ও নীতিশ কুমার রেড্ডি’কে।
নেতৃত্বের দৌড়েও এগিয়ে শুভমান-

রোহিত শর্মা অধিনায়ক থাকাকালীন তাঁর ডেপুটি হিসেবে ছিলেন জসপ্রীত বুমরাহ। বর্ডার-গাওস্কর ট্রফিতে দু’টি টেস্টে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। কিন্তু পেস তারকার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে তাঁর কাঁধে পূর্ণ সময়ের দায়িত্ব তুলে দিতে রাজী নয় বোর্ড। বরং নতুন প্রজন্মের কারও হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চাইছে তারা। কে এল রাহুল, ঋষভ পন্থদের নাম আলোচনায় জায়গা করে নিয়েছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে দৌড়ে এগিয়ে শুভমান গিল। ইতিমধ্যেই সাদা বলের দুই ফর্ম্যাটে সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে। এবার টেস্টে সরাসরি নেতার আসনে বসানো হতে পারে পাঞ্জাবের তরুণকে। পন্থ পেতে পারেন সহ-অধিনায়কের দায়িত্ব। আজ বা আগামীকাল ইংল্যান্ড সফরের (IND vs ENG) জন্য স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই। তখনই জানা যাবে নতুন অধিনায়কের নাম।