IND vs ENG: ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের দিনক্ষণ ঘোষণা, এই দিন থেকেই মুখোমুখি হবে ভারতীয় দল !! 1

IND vs ENG: প্রতিটি টেস্ট ম্যাচ এখনও ক্রিকেটের ঐতিহ্য বহন করে চলেছে। ভারতীয় দল‌ও এই ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচয় তৈরি করেছে। তবে সাম্প্রতিক সময়ে লাল বলের সিরিজে হারের সম্মুখীন হয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ব্লু ব্রিগেডরা। ফলে আসন্ন নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই জয় তুলে নিয়ে চমক দিতে চাইছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়াই নতুন ভারতীয় টেস্ট দল লড়াই করার জন্য এখন প্রস্তুত। নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) চোখে ধরা পড়ছে আত্মবিশ্বাস। অন্যদিকে ইতিমধ্যে আসন্ন টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে পৌঁছে গেছে ভারতীয় দল (IND vs ENG)। জানুন কবে থেকে শুরু হতে চলেছে এই লাল বলের মহারণ।

Read More: “নিজেস্ব দুশমনি..”, ইংল্যান্ডের বিপক্ষে শ্রেয়স আইয়ার দলে না থাকায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন হরভজন সিং !!

ভারতীয় টেস্টের নতুন যুগের সূচনা-

IND vs ENG: ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের দিনক্ষণ ঘোষণা, এই দিন থেকেই মুখোমুখি হবে ভারতীয় দল !! 2
Shubman Gill and Rishabh Pant | Images: Getty Images

দেশের মাটিতে গত বছর ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এই সিরিজের পর ব্লু ব্রিগেডরা বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল। প্যাট কামিন্সদের (Pat Cummins) বিপক্ষেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এরপর বিরাট কোহলি‌ও (Virat Kohli) লাল বলের ক্রিকেটকে বিদায় জানান। যা নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।এরপরই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য নতুন অধিনায়ক খুঁজতে মাঠে নেমে পড়েন নির্বাচকরা। শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান এই বছর আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে সফলভাবে অধিনায়কের দায়িত্ব পালন করে নজর কেড়েছেন। ব্যাট হাতেও ছন্দে রয়েছেন এই তারকা। এই বছর আইপিএলে তিনি ১৫ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করেন। ভারতীয় নতুন দলকে নিয়ে শুভমান গিল (Shubman Gill) এবার ইংলিশ বাহিনীদের বিপক্ষে নতুন যুগের সূচনা করতে চলেছেন।

IND vs ENG সিরিজের সময়সূচি-

IND vs ENG: ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের দিনক্ষণ ঘোষণা, এই দিন থেকেই মুখোমুখি হবে ভারতীয় দল !! 3
IND vs ENG | Images: Getty Images

লর্ডসের মাটিতে এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা (AUS vs ENG)। এরপরেই ২০ জুন থেকে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচটি হেডিংলির লিডসে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ ২ জুলাই থেকে এজসাস্টনের বার্মিংহামে আয়োজন করা হয়েছে। তৃতীয় ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট ম্যাচটি ১০ জুলাই থেকে ঐতিহাসিক লর্ডসে শুরু হতে চলেছে। এছাড়াও চতুর্থ গুরুত্বপূর্ণ ম্যাচটি ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডের ম্যানচেস্টারে এবং পঞ্চম টেস্টটি ৩১ জুলাই থেকে লন্ডনের দ্যা ওভালে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর ৩:৩০ থেকে শুরু হবে এই ম্যাচগুলি। উল্লেখ্য এর আগে ২০২১-২২ সালে ভারতীয় দল ইংল্যান্ডের (IND vs ENG) মাটিতে শেষবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঠে নেমেছিল। সেই সিরিজটি ২-২ ম্যাচে ড্র হয়ে যায়।

ভারত বনাম ইংল্যান্ডের ক্রীড়াসূচি:

প্রথম টেস্ট: ২০-২৪ জুন, হেডিংলি (লিডস)

দ্বিতীয় টেস্ট: ২-৬ জুলাই, এজবাস্টন (বার্মিংহাম)

তৃতীয় টেস্ট: ১০-১৪ জুলাই, লর্ডস (লন্ডন)

চতুর্থ টেস্ট: ২৩-২৭ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার)

পঞ্চম টেস্ট: ৩১-৪ আগস্ট, দ্যা ওভাল (লন্ডন)

Read Also: বাদ সূর্যকুমার যাদব, বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে অধিনায়কের দায়িত্ব আসতে চলেছেন এই তারকা অলরাউন্ডার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *