IND vs ENG: “বহু প্রতীক্ষার অবসান…” অভিষেক সরফরাজের, তরুণ ক্রিকেটারের সাফল্য প্রার্থনায় সোশ্যাল মিডিয়া !! 1

IND vs ENG: চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) জমজমাট টেস্ট সিরিজ। প্রথম দুই ম্যাচ শেষে ফলাফল ১-১। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের মাটিতে ভারতকে ২৮ রানে হারিয়ে চমক দিয়েছিলো সফরকারী ইংল্যান্ড। অলি পোপের ১৯৬ রানের দুরন্ত ইনিংস ও চতুর্থ ইনিংসে টম হার্টলির চমৎকার বোলিং ধরাশায়ী করেছিলো রোহিত শর্মার (Rohit Sharma) দলকে। প্রথম ইনিংসে ১০০’র বেশী রানের লিড নেওয়ার পরেও হারতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। বেশীদিন অবশ্য পিছিয়ে থাকতে হয় নি দলকে। বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিলো তারা। যশস্বী জয়সওয়ালের অসামান্য দ্বিশতক, জসপ্রীত বুমরাহ’র আগুনে বোলিং ও তৃতীয় ইনিংসে শুভমান গিলের লড়াকু শতরানে ভর করে ভারত প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারায় ১০৬ রানে। সমতা ফেরায় সিরিজে।

বিশাখাপত্তনম টেস্টের পর বেশ কিছুদিনের বিরতি পেয়েছেন ক্রিকেটাররা। দীর্ঘতর হয়েছে ভারতীয় দলে নেই’র তালিকা। প্রথম দুই টেস্টে ছিলেন না শামি, কোহলি’রা। গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তাঁরা। একই সাথে পেশীর চোটে দ্বিতীয় টেস্ট খেলা হয় নি কে এল রাহুল (KL Rahul), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। হ্যামস্ট্রিং-এর চোট সারিয়ে জাদেজা মাঠে ফিরতে পারলেও কে এল রাহুল সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারায় রয়েছেন রিজার্ভ বেঞ্চে। লোয়ার ব্যাকের সমস্যার কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। দলের একাধিক প্রধান তারকা না থাকায় রাজকোটে দল বাছতে বসে বেশ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। শেষমেশ অবশ্য অভিজ্ঞতার বিকল্প হিসেবে তারুণ্যেই আস্থা রেখেছেন তিনি। আজকের ম্যাচে ধ্রুব জুড়েলের পাশাপাশি নিজের টেস্ট ক্যাপ পেয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)।

Read More: IND vs ENG, 3rd Test, Stats Preview: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, তৃতীয় টেস্টে ভাঙতে চলেছে এই ৯ টি রেকর্ড !!

সুযোগ পেলেন সরফরাজ, উচ্ছ্বসিত নেটদুনিয়া-

Sarfaraz Khan with his father | IND vs ENG | Image: Getty Images
Sarfaraz Khan with his father | IND vs ENG | Image: Getty Images

গত কয়েক বছরে ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনায় সরফরাজ খান (Sarfaraz Khan) বহুচর্চিত নাম। মুম্বইয়ের ক্রিকেটার রঞ্জি, দলীপ, ইরানী ট্রফির মত প্রতিযোগিতায় রানের পাহাড় গড়েছেন নিয়মিত। ২০১৯ থেকে ২০২২-টানা মরসুম রঞ্জিতে ১০০’র বেশী গড় রেখেছিলেন তিনি। রঞ্জিতে সর্বোচ্চ রান সংগ্রাহক’ও হয়েছেন। শতক, দ্বিশতক এমনকি ত্রিশতক করার নজিরও রয়েছে তাঁর। কিন্তু লাগাতার ভালো পারফর্ম্যান্স করার পরেও এতদিন জাতীয় দলে ব্রাত্যই থেকে যাচ্ছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ২০২২-এর শেষে বাংলাদেশ সফরে ডাক পাওয়ার কথা ছিলো তাঁর। কিন্তু মেলে নি সুযোগ। ডাক আসে নি ২০২৩-এ। অবশেষে দক্ষিণ আফ্রিকা-এ ও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ’র হয়ে চমৎকার কিছু ইনিংসের সুবাদে শিকে ছিঁড়লো তাঁর ভাগ্যে।

কে এল রাহুলের (KL Rahul) বিকল্প হিসেবে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছিলেন। মাঠে নামার সুযোগ হয় নি। অবশেষে রাজকোটে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কিংবদন্তি অনিল কুম্বলের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়ার পর তা নিজের বাবা নৌশাদ খানের হাতে তুলে দেন সরফরাজ (Sarfaraz Khan)। ছেলের টেস্ট টুপি হাতে কেঁদে ফেলেন নৌশাদ। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বইয়ের তরুণকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। ‘অনেক প্রতীক্ষার পর প্রাপ্যটুকু পেলো সরফরাজ” লিখেছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ‘এভাবেই এগিয়ে চলো’ স্নেহাশীষ জানিয়েছেন আরও একজন। ‘দেখিয়ে দাও তুমি বড় মঞ্চের জন্য প্রস্তুত’ মন্তব্য আরও একজনের। ‘এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে’ লিখেছেন এক উৎসাহী নেটনাগরিক। ব্যাট হাতে সরফরাজকে দেখতে অধীর আগ্রহে তাকিয়ে সকলেই।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG, 3rd Test, Toss Report: টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা , মেগা ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিলেন দুই তরুণ তুর্কি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *