IND vs ENG: ওভাল টেস্ট শুরুর আগেই ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন মাঠের কিউরেটর লি ফর্টিস (Lee Fortis)। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সাথে একপ্রস্থ বাগ্বিতণ্ডা হয় তাঁর। গত মঙ্গলবার কোচ গৌতম গম্ভীর ও ব্যাটিং পরামর্শদাতা সীতাংশু কোটাক যখন পিচ দেখতে গিয়েছিলেন তখন তাঁদের বাধা দেন ফর্টিস। নির্দেশ দেন ২.৫ মিটার অর্থাৎ প্রায় সাড়ে আট ফুট দূরত্ব থেকে বাইশ গজ দেখার। এই নির্দেশ আইনবিরুদ্ধ, পাল্টা দাবী তোলেন ভারতীয় কোচ। রীতিমত মেজাজ হারাতে দেখা গিয়েছিলো গৌতম গম্ভীর’কে (Gautam Gambhir)। মাঠে উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে তাঁর সেই রাগের বহিঃপ্রকাশের। ফর্টিসের উদ্দেশ্যে গম্ভীর বলেন, “আপনি থামুন। আমরা কি করব তা বলার এক্তিয়ার নেই আপনার। আমাদের কিছু বলতে হবে না। আপনি কেবল একজন মাঠকর্মী। তার বেশী কিছু নয়। শুধু একজন মাঠকর্মী।”
Read More: IND vs ENG 5th Test: চতুর্থ দিনের শেষেও ফলাফল অধরাই, বৃষ্টি জিইয়ে রাখলো ওভাল টেস্টের উত্তেজনা !!
সঞ্জয় বাঙ্গারের নিশানায় কিউরেটর ফর্টিস-

ধাতব স্পাইক সম্বলিত জুতো পরে ম্যাচের আগে পিচের আশেপাশে যাওয়া যায় না ঠিকই, কিন্তু গম্ভীর, কোটাক অথবা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউই ঘটনার সময় সেই জাতীয় জুতো পরে ছিলেন না। তাঁদের পায়ে ছিলো জগার্স। ফলে বাধাদানের কারণ কি তা বুঝে পাচ্ছিলেন না কেউই। ফর্টিসের আচরণ যে অনৈতিক তা পরে সাংবাদিক সম্মেলনেও বলতে শোনা যায় সীতাংশু কোটাককে। ভারতীয় দলের ব্যাটিং পরামর্শদাতা জানান, “আমরা জানি যে কিউরেটররা পিচ নিয়ে একটু বেশীই অধিকারবোধ ফলাতে পছন্দ করেন। উনি হেড কোচ সম্বন্ধে যা বলেছেন তা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে। কিন্তু ম্যাচ যখন পরশু, তখন রবার স্পাইক পায়ে পিচ দেখতে যাওয়াতে আমি ভুল কিছু দেখছি না।” “ওটা একটা পিচ। ২০০ বছরের প্রাচীন কোনো বস্তু নয়, যেটা কিনা স্পর্শ করলে ভেঙে যেতে পারে,” জুড়ে দিয়েছিলেন তিনি।
ম্যাচের (IND vs ENG) তৃতীয় দিন লি ফর্টিসের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে দেন ধারাভাষ্যকার সঞ্জয় বাঙ্গার’ও (Sanjay Bangar)। মধ্যাহ্নভোজের বিরতির সময় বরুণ অ্যারনের (Varun Aaron) সাথে বাইশ গজের চরিত্র বদল নিয়ে আলোচনা করছিলেন তিনি। প্রথম দুই দিন ঘাসের আভা থাকলেও তৃতীয় দিন সেই ঘাস উধাও হওয়ায় সহজ হয়েছে ব্যাটিং, বলতে শোনা যায় তাঁদের। এই ভোলবদলের নেপথ্যে ভারী রোলারর ব্যবহার জানিয়েছিলেন বাঙ্গার। টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ যখন মতামত দিচ্ছিলেন তখনই ফর্টিসের রোলার চালানোর একটি ভিডিও চালায় সম্প্রচারকারী সংস্থা। তা দেখে তিনি বলেন, “অবশ্যই ওটা একটা ভারী রোলার। শুধুমাত্র রোলারের ওজনের কারণে নয় পাশাপাশি যে মাঠকর্মী ওটা চালাচ্ছেন তাঁর ওজনের কারণেও।” ফর্টিসের স্থূলতা নিয়ে ব্যঙ্গ করেন তিনি। নিমেষে ভাইরাল হয় সেই মন্তব্য। সেই ‘ফ্যাট শেমিং’-এর বিরোধিতাও করেছেন অনেকেই।
শুনে নিন কোটাকের মন্তব্য-
Tempers flare at The Oval as Gautam Gambhir had some words to say to the ground staff! 🔥
Here’s what really happened! 👀#ENGvIND 👉 5th TEST | Starts THU, 31st July, 2:30 PM | Streaming on JioHotstar! pic.twitter.com/CLjzjMWST5
— Star Sports (@StarSportsIndia) July 29, 2025
জমজমাট পরিসমাপ্তির দিকে ওভাল টেস্ট-

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপেশে পরাজয়ের পর সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন, কোহলি, রোহিতদের মত মহাতারকারা। তাঁদের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) আদৌ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে ‘নিউ লুক’ টিম ইন্ডিয়া? সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে সেই সন্দেহ দূর করতে সক্ষম হয়েছে শুভমান গিলের দল। এজবাস্টনে দুর্দান্ত জয় পেয়েছে তারা। লিডস ও লর্ডসে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছে তারা। ওভালেও চলছে ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বীতা। গতকাল বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ম্যাচ। ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯। পঞ্চম দিনের সকালে ৩৫ রান প্রয়োজন তাদের। ওকস খেলবেন কিনা তা স্পষ্ট নয়। ফলে ৩ উইকেটই যথেষ্ট হতে পারে ভারতের জন্য। সিরাজের বা প্রসিদ্ধের একটা ঝোড়ো স্পেলই সমতা ফেরাতে পারে সিরিজে।
Also Read: IND vs ENG 5th Test: লর্ডসের পর ওভাল, সিরাজের অসতর্কতায় ফের তরী ডুবলো টিম ইন্ডিয়ার !!