IND vs ENG: রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেক হওয়া আকাশ দীপ প্রথম দিনের খেলায় ৩টি উইকেট নিয়েছেন। আকাশ দীপের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। ২৭ বছর বয়সী আকাশ দীপ চতুর্থ ভারতীয় ক্রিকেটার যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অভিষেক করছেন। তার আগে রজত পতিদার, সরফরাজ খান এবং ধ্রুব জুরেলও একই সিরিজে তাদের টেস্ট কেরিয়ার শুরু করেছেন। নিজের অভিষেক টেস্টে এক কথায় সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। এই ম্যাচে ভারত বিশ্রাম দিয়েছে জসপ্রিত বুমরাহকে। তবে বল হাতে বুমরাহ’র অভাব ঢেকে দিয়েছেন তিনি।
আকাশদীপ তার প্রথম স্পেলে মাত্র ২৪ রানে ৩ উইকেট নেন। আকাশদীপ সিং এই সময়ে দুই ওপেনার জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেটকে আউট করেন। এছাড়া অলি পোপকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি। নিজের স্পেলের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পেতে পারতেন আকাশদীপ সিং। নিজের দ্বিতীয় ওভারেই তিনি জ্যাক ক্রোলির উইকেট নেন, কিন্তু সেই বলটি ছিল নো বল। যার কারণে জ্যাক ক্রোলি আউট হওয়া থেকে রক্ষা পেলেও পরবর্তীতে তিনিই ক্রালিকে আউট করেন। সব মিলিয়ে তারা পেসের আগুনে পুড়তে হয়েছে ইংল্যান্ডকে।
কী বললেন আকাশদীপ?
প্রতম দিনের খেলা শেষ হওয়ার পর আকাশদীপ বলেন, “আমি এমনভাব বল করছিলাম যেন এটাই ছিল আমার শেষ ম্যাচ। প্রতিটা বলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বুমরাহ ভাই আমাকে কোথায় বল করতে হবে সেই ব্যাপারে টিপস দেন। ম্যাচের শুরুর দিকে পিচ থেকে সাহায্য পেয়েছি। দিন বাড়ার সাথে সাথে পিচটি আরও ভাল খেলেছে এবং যদিও কিছু বল নীচে নামতে শুরু করেছে। ব্যাটাররা এটিকে ঠেকানোর করার সময় পেয়েছে। দল আশা করছে আগামীকাল এ দিনের সকালের মতোই সাহায্য পাবে এবং দ্রুত তিনটি উইকেট তুলে নিতে চাইবে।”