Ind vs eng
IND vs ENG | Image: Getty Images

IND vs ENG: সমাপ্ত হল ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ। অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়ে ইংল্যান্ডকে পরাস্ত করল টীম ইন্ডিয়া। আজ ম্যাচের কথা বলতে গেলে আজকের ম্যাচেও টস জেতেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Bittler)। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলে অভিষেকের সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আজকের ম্যাচে, ওপেনিং করতে এসে ২৯ বলে ২৬ রানের ইনিংস খেলেন ফিলিপ সল্ট (Philip Salt)। এছাড়া বেন ডাকেট ৫৬ বকে ৬৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। দলের হয়ে সবথেকে বেশি রান বানিয়েছেন জো রুট (Joe Root)।

৭২ বলে ৬৯ রান বানান রুট। এছাড়া, ৫২ বলে ৩১ রান বানান হ্যারি ব্রুক (Harry Brook)। ক্যাপ্টেন বাটলার ৩৫ বলে ৩৪ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন এবং শেষের দিকে ৩২ বলে ৪১ রান বানান লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। ইংল্যান্ড দল ৪৯.৫ ওভারে ১০ উইকেটে ৩০৪ রান বানায়। ভারতীয় দলের হয়ে ৩ উইকেট তুলে নেন ৩ এবং ১টি করে উইকেট পেয়েছেন শামি, রানা, হার্দিক ও বরুণ। ইংল্যান্ডের বানানো রানের পাহাড় তাড়া করতে এসে আজকের বাজার দুর্দান্ত সূচনা দেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল পাওয়ার প্লের ভিতরেই ৭৭ রান বানিয়ে ফেলে ভারত অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমান গিলের মধ্যে কেবলমাত্র ১০০ বলেই ১৩৬ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে উঠেছিল।

Read More: IND vs ENG 2nd ODI: আম্পায়ারকেই তেড়ে গেলেন রবীন্দ্র জাদেজা, নজিরবিহীন ঘটনার সাক্ষী কটক !!

রোহিত-শুভমানের দুরন্ত ইনিংসে জয় ছিনিয়ে নিলো ভারত

Ind vs eng
Shubman Gill and Rohit Sharma | Image: Getty Images

ব্যাট হাতে ব্যাক টু ব্যাক অর্ধশতরানের ইনিংস খেললেন শুভমান গিল (Shubman Gill)। ৫২ বলে নয়টি চার এবং একটি ছক্কায় ৬০ রান বানিয়েছেন শুভমান। অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মা অবশেষে ফর্মে ফিরেছেন। ৯০ বলে বারোটি চার এবং সাতটি ছক্কায় ১১৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অবশেষ হিটম্যানকে ফর্মে দেখে খুশি হবে ভক্তরা, যদিও আজকের ম্যাচে সুযোগ পাওয়া বিরাট কোহলি বড় রান বানাতে ব্যর্থ হয়েছেন। আবার একবার আদিল রশিদের বলে উইকেট হারালেন নিজের আট বলে ৫ রান বানিয়ে প্যাভেলিয়ানে ফেরেন তিনি।

পাশাপাশি ৪৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। অক্ষরের ব্যাট থেকে এসেছে ৪১ রান। তাছাড়া কেএল রাহুলের ১০, হার্দিক পান্ডিয়ার ১০ ও রবীন্দ্র জাদেজার ১১ রানে বল বাঁকি থাকতেই ম্যাচ জিতে নিলো টিম ইন্ডিয়া। ইংল্যান্ড দলের হয়ে দুই উইকেট পেয়েছেন জেমি ওভারটন ও ১ টি করে উইকেট পেয়েছেন গাস আটকিনসন, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।

Read Also: IND vs ENG: “বল করলেই আউট…” ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যার্থ বিরাট কোহলি, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *