IND vs ENG: ঘরের মাঠে ওডিআই সিরিজে ইংল্যান্ড কে দুরমুশ করলো টিম ইন্ডিয়া। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ১৪২ রানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। মাত্র ১ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন রোহিত। তবে, এবছর ভারতীয় দলের ওডিআই ফরম্যাটের নতুন সহ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গিল দুর্দান্ত ফর্মে আছেন শুভমান।
ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডেতে তিনি যথাক্রমে ৮৭, ৬০ এবং আজ ১১২ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি আজ ফর্মে ফিরলেন কিং কোহলি (Virat Kohli)। ৫৫ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। ৬৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। শেষের দিকে কেএল রাহুলের (KL Rahul) ৪০ রানের ইনিংসে ভারতকে ৩৫৬ রান বানায়। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন আদিল রশিদ। দুটি উইকেট নেন মার্ক উড (Mark Wood)। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শাকিব মাহমুদ, রুট এবং গাস আটকিনসিন।
Read More: “স্বপ্নের ফর্মে রয়েছে…” ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকালেন শুভমান গিল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
ইংল্যান্ডকে চুনকাম করলো ভারত

জবাবে ব্যাটিং করতে এসে সূচনাটা বেশ ভালোই করেছিলেন ফিলিপ সাল্ট (Philip Salt) এবং বেন ডাকেট (Ben Duckett) দুজনের মধ্যে ৬০ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল তবে অর্ষদীপ সিং এর বলে উইকেট হারিয়ে ফেলেন ডাকেট। ৩৪ রানে আউট হন ডাক একট এরপর ২৩ রান বানিয়ে ফিরতে হয় ফিলিপ সল্টকে দুই ওপেনার কে পাওয়ারপ্লের মধ্যে প্যাভিলিয়নে ফেরান অর্ষদীপ।
ব্যাট হাতে, ইংলিশ ব্যাটসম্যানরা রিতিমতন ব্যার্থ হয়েছেন। ইংল্যান্ড দলের হয়ে সর্বাধিক ৩৮ করে রান বানিয়েছেন টম ব্যানটন (Tom Banton) এবং গাস আটকিনসন (Gus Atkinson)। পাশাপশি, ২৪ রান বানিয়ে অক্ষর প্যাটেলের বলে উইকেট হারান। ২৬ বলে ২৯ রান বানিয়ে হার্ষিত রানার (Harshit Rana) বলে উইকেট হারান হ্যারি ব্রুক। ক্যাপ্টেন বাটলার আজকের ম্যাচে ব্যার্থ হয়েছেন। ৯ বলে ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বাটলারকে। ইংল্যান্ড দল ২১৪ রানে দশ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ভারতীয় দলের বোলারদের কথা বলতে গেলে, দুটি করে উইকেট নিয়েছেন অর্ষদীপ সিং (Arshdeep Singh), হার্ষিত রানা (Harshit Rana), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং অক্ষর প্যাটেল।