যজুবেন্দ্র চাহাল

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বোলিং ডিপার্টমেন্টের এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন হরিয়ানার লেগ স্পিনার যজুবেন্দ্র চাহল।মাঝের ওভারে রান আটকানো থেকে শুরুর ওভারে উইকেট তোলা,তিনি যে কোনো অধিনায়কেরই অন্যতম কার্যকরী অস্ত্র।আন্তর্জাতিক টি-২০ তে ভারতের হয়ে ৮৫ উইকেটের মালিক চাহল এর আগেও অস্ট্রেলিয়ার ম্যাচ জেতাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন।চলতি বিশ্বকাপে এখনও অব্দি দলের বাইরেই রয়েছেন চাহাল। তাঁকে বাইরে রেখে কেনো স্পিনার হিসেবে অক্ষর এবং অশ্বিনে ভরসা রাখছে দল, সে নিয়ে আলোচনাও চলছে বিস্তর। অশ্বিন জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩ উইকেট নিলেও এখনও ভরসাযোগ্য লাগে নি অক্ষরের পারফর্ম্যান্স। এই পরিস্থিতি’তে সেমিফাইনালের মত ‘হাইভোল্টেজ’ ম্যাচে নিজের স্ট্রাইক বোলারের দিকে তাকাতেই পারেন অধিনায়ক রোহিত শর্মা।