দীপক হুডা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেল’কে বাইরে রেখে দীপক হুডা’কে একবার সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ০ রানেই তিনি আউট হয়ে যান পার্থ-এ। এনরিক নর্কিয়ার গতির উত্তর সেদিন দিতে পারেন নি দীপক। তবে শেষ কয়েক মাসে টি-২অ তে তাঁর পারফর্ম্যান্স যথেষ্ঠ ভালো। অনেকে। মধ্যক্রমের ব্যাটার হিসেবে ভারতের জার্সি গায়ে ১৩ টা টি-২০ ম্যাচে, ১০ ইনিংসে হুডার মোট রান ২৯৩। গড় ৩৭ এর কাছে। টি-২০ ক্রিকেটে যা রীতিমত চমকপ্রদ। হুডা’র পক্ষে যায় তাঁর স্ট্রাইক রেট’ও। ১৫৩.৪ স্ট্রাইক রেটে রান করেন হুডা। রয়েছে আন্তর্জাতিক টি-২০ তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শতরান’ও। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর অক্ষর’কে আবার দলে ফেরানো হলেও ব্যাটে-বলে এখনও সফল নন তিনি। কোচ রাহুল দ্রাবিড় সেমিফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে বলেছেন এক ম্যাচের পারফর্ম্যান্সে দল কোনও খেলোয়াড়ের ওপর আস্থা হারায় না। অক্ষরের অফ ফর্ম মাথায় রেখে তাই সেমিফাইনালে আরও একবার হয়ত হুডা’তে আস্থা রাখতে পারে ‘টিম ইন্ডিয়া।’