IND vs ENG: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ ২০২২ এখন প্রায় শেষের পথে। গ্রুপ পর্বের খেলা শেষ। সুপার টুয়েল্ভ পর্ব থেকে ছিটকে গিয়েছে আট দল। রয়ে গিয়েছে শুধু চার সেমিফাইনালিস্ট। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে, ভারত দুরন্তভাবে রান তাড়া করে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান’কে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও এসেছে জয়। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও সেই বিপত্তি সামলে নিয়ে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে’কে পরাজিত করে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ‘মেন ইন ব্লু।’ গ্রুপ-২ এর বিজেতা ভারতের সাথে শেষ চারে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। ভারতের মোকাবিলা ইংল্যান্ডের সাথে। যে ফর্মে ভারত খেলছে তাতে বিশ্বকাপ জয়ের বড় দাবিদার তারা, তা বলাই যায়। বিশ্বকাপ শুরু’র আগেই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন পরিস্থিতি বুঝে খেলোয়ার নির্বাচন করবে ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড়’ও জানিয়েছেন দলের সাথে থাকা ১৫ জনের যে কেউ দরকারমত আসতে পারে প্রথম একাদশে। আসুন দেখে নেওয়া যাক ৩ এমন খেলোয়াড় যারা ‘রিজার্ভ বেঞ্চ’-এর বদলে মূল একাদশের অংশ হলে ইংল্যান্ডের বিপক্ষে সুবিধা হবে ভারতের।
দীনেশ কার্তিক-

ঋষভ পন্থ না দীনেশ কার্তিক? এই ধাঁধার উত্তর ভারত খুঁজছে বিশ্বকাপ শুরুর আগে থেকে। উইকেটের পিছনে দস্তানা হাতে দাঁড়াবেন কে তা ঠিক করতে অনেক বিশেষজ্ঞ অনেক জ্ঞানগর্ভ মতামত দিয়েছেন, কিন্তু উঠে আসে নি কোনো স্থায়ী সমাধান। বিশ্বকাপের প্রথম কয়েকটা ম্যাচে ভারত আস্থা রেখেছিলো অভিজ্ঞ কার্তিকের উপর। ব্যাট হাতে বিশেষ ভরসা যোগাতে পারেন নি তিনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে বল ধরতে গিয়ে বেকায়দায় পড়ে পিঠে চোট’ও পেয়েছিলেন। জিম্বাবুয়ে ম্যাচে ঋষভ দেখে নেওয়ার উদ্দেশ্যেই সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় জুটি। সেখান একদম’ই নিজের নামের সাথে সুবিচার করতে পারেন নি দিল্লীত তরুণ। ৫ বলে ২ রান করেই অহেতুক তুলে মারতে গিয়ে আউট হয়ে যান। দলে কার্তিকের ভূমিকা মূলত ইনিংশের শেষ দিকে চালিয়ে রান করার। এই মুহুর্তে বিশ্বের সেরা ফিনিশার বলা হচ্ছে তাঁকে। তাঁর প্রশংসা করেছেন স্বয়ং রিকি পন্টিং’ও। জিম্বাবুয়ের বিরুদ্ধে পন্থ ব্যর্থ হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে আরও একবার তারুণ্যের বদলের অভিজ্ঞতার দিকেই ঝুঁকতে পারেন রোহিত শর্মা। উইকেটের পিছনে ফিরতে পারেন দীনেশ কার্তিক।