IND vs ENG 2ND T20I WEATHER & PITCH REPORT: ইডেনে ইংল্যান্ডকে চুনকাম করার পর ভারতীয় দলের লক্ষ ‘চেপক’ জয়, কেমন থাকবে আবহাওয়া ? জানুন বিস্তারিত !! 1

কলকাতায় প্রথম ম্যাচ জয়লাভ করেছে ভারতীয় দল। সূর্যকুমারের দল জস বাটলারদের (Jos Buttler) ৪৩ বল বাঁকি থাকতেই ৭ উইকেটের বিনিময়ে জয় সুনিশ্চিত করে নিয়েছিল। ভারতীয় দল আপাতত টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে। বছরের শুরুতেই প্রথম ম্যাচে একটি অবিশ্বাস্য জয় ভারতের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দেবে। প্রথম ম্যাচে ভারতীয় দলের আক্রমণাত্মক মনোভাব কিছুটা হলেও ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিততে সক্ষম হয়নি ইংল্যান্ড। এবারেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয়লাভ করে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটি খেলতে হবে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। বাংলাদেশের বিরুদ্ধে শেষবার ভারতীয় দল এখানে টেস্ট ম্যাচ খেলেছিল। এবার অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ফিরেছে চেন্নাইয়ের চেপাকে।

IND vs ENG, 2ND T20I PITCH REPORT

Ipl 2024, ind vs eng
Chepauk | Image: Getty Images

আগামীকাল দুই দল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য মুখোমুখি হতে চলেছে। প্রথম টেস্টে ভারতীয় দলের স্পিন বোলাররা দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন এবার চিপকের উইকেটে ফিরকির জাদু আবার দেখাতে চাইবে ভারতীয় স্পিনাররা। ইডেনে গত বুধবার স্পিনারদের সামলাতে গিয়েই নাস্তানাবুদ হয়ে পড়েছিল ইংলিশ ব্যাটসম্যানরা। জস বাটলার (Jos Buttler) ব্যতীত বাকি ব্যাটসম্যানদের ক্রিজে টিকে থাকতে দেখা যায়নি। শনিবারেও অন্যথা হবে বলে মনে হচ্ছে না! আসলে ইডেনের পিচে স্পিনাররা যেভাবে তান্ডব করেছেন তাতে চেন্নাইয়ের উইকেটে ইংলিশ ব্যাটসম্যানদের প্রথম থেকে হাটু কাঁপতে শুরু করে দিয়েছে। এখানে মোট ৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আয়োজিত হয়েছে। প্রথমে ব্যাটিং করা দল ছয়বার ম্যাচ জিতেছে। চিপক বোলারদের জন্য খুবই উপযুক্ত একটি মাঠ। এখানে ধীর গতির বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। পাশাপাশি স্পিনারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। শিশির হতে পারে চেন্নাইতে বড় বিষয়, এর আগে ইডেনেও দ্বিতীয় ইনিংসে বেশ শিশির লক্ষ করা গিয়েছিল। চেপকে একই পরিস্থিতি হলে টস জিতে অধিনায়ক দ্বিতীয় ব্যাটিং বেছে নিতে চাইবে।

Read More: IND vs ENG 2nd T20i Preview: চেপকেও ঝড় তুলতে প্রস্তুত টিম ইন্ডিয়া, ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ ইংল্যান্ডের জন্য !!

IND vs ENG, 2ND T20I WEATHER UPDATE

IND vs ENG 2ND T20I WEATHER & PITCH REPORT: ইডেনে ইংল্যান্ডকে চুনকাম করার পর ভারতীয় দলের লক্ষ ‘চেপক’ জয়, কেমন থাকবে আবহাওয়া ? জানুন বিস্তারিত !! 2
IND vs ENG weather | Image: Twitter

কলকাতায় ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম ম্যাচটিতে কোনো রকম বাধা ছাড়াই সমাপ্ত হয়েছে। আকাশে আংশিক মেঘলা ভাব লক্ষ করা যাবে, তবে এখানে বৃষ্টি পাতের সম্ভবনা কেবলমাত্র ১০ শতাংশ। দিনের বেলায় সর্বাধিক ২৮ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা যাবে। যা কমতে কমতে ২২ ডিগ্রিতে নেমে আসবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর এদিন বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান একটু বেশি থাকবে ৬৯%। তবে ম্যাচ চলাকালীন ১৬ কিমি/ঘন্টা বেগে মৃদুমন্দ বাতাস খেলোয়াড়দের কিছুটা স্বস্তিতে রাখবে।

Read Also: IND vs ENG 2nd T20i Dream 11 Prediction in Bengali: চেপকের বাইশ গজে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, কারা হবেন সেরা পারফর্মার? জানুন ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *