সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs ENG)। ইডেনে স্পিন জাদুর পর চেপকে চললো তিলকের চাঞ্চল্যকর ব্যাটিং। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ইংলিশ দল প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল। ফিলিপ সল্ট ৪ এবং বেন ডাকেট ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লের ভিতরেই উইকেট হারিয়ে ফেলেন হ্যারি ব্রুক। ইডেনে ধোঁয়াশার জন্য বল বুঝতে পারেননি ব্রুক, তবে চেন্নাইতে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই বোধ হয় ভুলে গিয়েছিলেন তিনি।
অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া
যাই হোক, গতকাল ভারতের বিরুদ্ধে আবার নিজের ফর্ম অব্যহত রাখলেন ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার। ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে একটু ভালো সূচনা দিয়েছিলেন। শেষের দিকে জেমি স্মিথের ১২ বলে ২২ এবং ব্রান্ডন কার্সের ১৭ বলে ৩১ রানে ভারতীয় দল ২০ ওভারে ১৬৫ রানে পৌঁছে গিয়েছিল। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। জবাবে ব্যাটিং করতে এসে ভারতীয় দলও দুই ওপেনারকে জলদি হারিয়ে ফেলেছিল।
ব্যাট হাতে সবথেকে বেশি রান বানাতে সক্ষম হয়েছিলেন তিলক ভার্মা (Tilak Varma)। দ্বিতীয় ওভারে ব্যাটিং করতে আসেন তিলক এবং শেষ ওভার পর্যন্ত ম্যাচ জিতিয়ে তিনি দম ফেলেন। ভারতীয় দলের হয়ে বাঁকি ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটে রান পেয়েছেন ওয়াসিংটন সুন্দর। তার সহজ ফসকে ফেলেছিলেন আদিল রশিদ (Adil Rashid)। এবার, সেই ওয়াসিংটন ১৯ বলে প্রয়োজনীয় ২৬ রান বানান। শেষের দিকে অর্ষদীপ সিংয়ের ৬ এবং রবি বিষ্ণু ৯ রান বানিয়েছিলেন।
চেপকে ভাঙলো এই ৫ রেকর্ড
- সবথেকে বেশি রান দুইবার আউট হওয়ার মধ্যে
তিলক ভার্মা – ৩১৮* (১০৭*,১২০*,১৯*,৭২*)
মার্ক চ্যাপম্যান – ২৭১ (৬৫*,১৬*,৭১*,১০৪*,১৫)
অ্যারন ফিঞ্চ – ২৪০ (৬৮*, ১৭২)
- T20 ফরম্যাটে সবথেকে বেশি রান খরচ করলেন জোফরা আর্চার (৬০)।
- শেষ ৩ T20I ম্যাচে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ৫-টার বেশি উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
১. প্রভিডেন্স, ২০২৪ ; ৬/৫৮ (১১ ওভার), ইকোনমি- ৫.২৭।
২. ইডেন গার্ডেন্স, ২০২৫ ; ৫/৬৭ (১২ ওভার), ইকোনমি- ৫.৫৮।
৩. চেন্নাই, ২০২৫ ; ৬/১১৮ (১৪ ওভার), ইকোনমি- ৮.৪২।
- গুগলি বোলিংয়ের বিরুদ্ধে হ্যারি ব্রুক
৩৫ বল, ২১ রান, ৬ বার আউট, গড়- ৩.৫০, স্ট্রাইক রেট- ৬০.০০।
- মার্ক উড তার আন্তর্জাতিক T20 ক্যারিয়ারে ৫০ উইকেট পূর্ণ করেছেন।