IND vs ENG: ইডেনের মাঠে ইংলিশ দলকে নাস্তানাবুদ করলো টিম ইন্ডিয়া। ভারতীয় দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল ভারত। আজকের ম্যাচের কথা বলতে গেলে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ বোলিংয়ের নমুনা দেখালেন ভারতীয় বোলাররা। আজ ইংল্যান্ডকে পরাস্ত করে কলকাতার ইডেন গার্ডেন্সে ২০১৬ সাল থেকে ভারত একটানা ৭ ম্যাচ জয়লাভ করেছে।
ইডেনের ব্যাটিং সহায়ক উইকেটে চূড়ান্তভাবে ব্যার্থ ইংল্যান্ড। প্রথম ওভারেই উইকেট হারান ফিলিপ সল্ট (Philip Salt)। ব্যাট হাতে খাতা খুলতে ব্যার্থ হন সল্ট, তাছাড়া ওপেনার বেন ডাকেট (Ben Dukkett) ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দুই উইকেট জলদি হারানোর পর দলের দায়িত্ব তুলে নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। দলের হয়ে তিনি ৪৪ বলে ৬৮ রান বানান তিনি। যদিও বাঁকি ব্যাটসম্যানদের থেকে দেখা যায়নি বেশি রান। ব্যাট হাতে দ্বিতীয় সর্বাধিক রানটি রানান হ্যারি ব্রুক। ১৭ রান বানান তিনি।
সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে ভারত
এছাড়া ভারতীয় দলের কথা বলতে গেলে সর্বাধিক ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তাছাড়া দুটি করে উইকেট নিতে সক্ষম হয় অর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। মাত্র ১৩২ রানে শেষ হয় ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস। জবাবে ব্যাটিং করতে এসে, দ্রুত সূচনা দেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ২০ বলে ৪টি চার এবং ১টি ছক্কায় ২৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাশাপাশি, পাওয়ার প্লের ভিতরেই উইকেট হারিয়ে ফেলেন ক্যাপ্টেন সূর্যকুমার।
খাতা খুলতে ব্যার্থ হন স্কাই। তবে আজ ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) ব্যাট হাতে ৫টি চার এবং ৮ ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ৭৯ রান বানান তিনি। গত দুই ইনিংসে শতরান হাঁকানো তিলক ভার্মা ১৬ বলে ৩টি চারের বিনিময়ে ১৯ রান বানিয়েছয়ন। ১২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নিয়েছেন জোফরা আর্চার এবং ১ উইকেট নিয়েছেন আদিল রশিদ।