IND vs ENG 1ST ODI TOSS REPORT IN BENGALI: টস জিতলো ইংল্যান্ড, বিরাট কোহলিকে বাদ দিয়েই দল ঘোষণা ভারতের !! 1

IND vs ENG: সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারতীয় দল চার এক ব্যবধানে এই সিরিজে জয়লাভ করেছে। এবার ভারতীয় দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে হবে সিরিজের প্রথম ম্যাচটি আজ শুরু হতে চলেছে। ভারতীয় দল চাইবে চ্যাম্পিয়ন ট্রফির আগে এই সিরিজে তাদের অনুশীলন ভালোভাবেই সেরে নিতে। ওডিআই সিরিজ থেকে বাদ পড়েছেন তারকা পেশার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তার বদলে ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন স্পিনার বরুন চক্রবর্তী (Varun Chakravarthy)। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বরুন সিরিজের সেরা হয়েছিলেন। বরুণের এই সিরিজের পারফরমেন্সের উপর নির্ভর করে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তার সুযোগ পাওয়ার যোগ্যতা।

IND vs ENG, 1ST ODI PITCH and WEATHER REPORT

Nagpur Stadium, ind vs eng
Nagpur Stadium | Image: Getty Images

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া (IND vs ENG)। এই মাঠে মূলত ব্যাটসম্যানদের জয় জয়াকার দেখতে পাওয়া যায়। এই মাঠে ১১ বার ওডিআই ম্যাচ হয়েছে, প্রথমে ব্যাটিং করে ৩টি তে জয় এসেছে এবং ৮ বার দ্বিতীয় ব্যাটিং করা দল জয়লাভ করেছে। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন। আজকের ম্যাচে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের পাশাপশি থাকতে পারে। তাছাড়া বাতাসে ৩৮ শতাংশ থাকতে পারে। ম্যাচ চলাকালীন ঘন্টায় ১৪ কিমি বেগে বাতাস বইবে।

IND vs ENG, 1ST ODI দুই দলের একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল (WK), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।

ইংল্যান্ড: বেন ডাকেট, ফিলিপ সল্ট (WK), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

টসের পর ক্যাপ্টেনদের মন্তব্য

রোহিত শর্মা – আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম। শুরুতে বল নিয়ে আক্রমণাত্মক করতে বেশ ভালো লাগবে। কিছুটা বিশ্রাম পেয়ে ভালো লাগছে, এটা একটা নতুন শুরু এবং ভালো করার জন্য এটি একটা দুর্দান্ত সুযোগ। খেলার সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যে সুযোগই আসুক না কেন, তার থেকে সেরাটা বার করে নিতে হবে। বিরাট কোহলি আজকের ম্যাচে উপলব্ধ নেই, গত রাতে তাঁর হাঁটুর সমস্যা হয়েছিল। আজ জয়সওয়াল এবং হার্ষিত রানা তাদের অভিষেক করছেন।

জস বাটলার – আজ আমরা প্রথমে ব্যাট করব। ড্রেসিংরুমে ভালো মুহূর্ত রয়েছে। জো রুট দলে এসেছেন যার জন্য আমরা বেশ খুশি। আমাদের মনোবল ভালো, সবাই ভালো মুহূর্তে রয়েছে। ব্রান্ডন আমাদের ভালোভাবে দেখাশুনা করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের কঠিন পরীক্ষা হতে চলেছে। আমরা তিন পেসার এবং একজন অতিরিক্ত স্পিন-বোলিং অলরাউন্ডার খেলছি।

ইংল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

Read Also: ৬, ৬, ৬, ৬, ৬… ট্র্যাভিস হেডের স্মৃতি ফেরালেন শ্রেয়স আইয়ার, ১৫ ছক্কার সাহায্যে করলেন ১৪৭ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *