IND vs ENG: জয়ের প্রক্রিয়া বজায় থাকলো টিম ইন্ডিয়ার, ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাস্ত করলো রোহিত বাহিনী !! 1

IND vs ENG: সমাপ্ত হয়েছে ভারত এবং ইংল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে ভালো অলরাউন্ড প্রদর্শন দেখালো ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার (Jos Buttler)। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ইংল্যান্ড দলের ওপেনার দুই ব্যাটসম্যান দুর্দান্ত সূচনা দিয়েছিলেন। ইংল্যান্ড দলের হয়ে ওপেনিং করতে আসা ফিলিপ সল্ট (Philip Salt) ২৬ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। পাশাপাশি ২৯ বলে ৩২ বানিয়েছেন বেন ডাকেট (Ben Duckett) দীর্ঘ সময় বাদে ইংল্যান্ড দলে ফিরে আসা জো রুটের (Joe Root) ব্যাট থেকে এসেছে কেবলমাত্র ১৯ রান। আজকের ম্যাচেও খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তরুণ খেলোয়াড় হ্যারি ব্রুক।

দলের হয়ে ৬৭ বলে ৫২ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যাপ্টেন জস বাটলার (Jos Buttler) এবং জেকব বেথাল ৬৪ বলে ৫১ রান বানান। যার ফলে ইংল্যান্ড দল ৪৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৮ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতের পক্ষ থেকে সর্বাধিক তিনটি করে উইকেট নিয়েছেন অভিষেক করা হার্ষিত রানা (Harshit Rana) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাশাপাশি একটি করে উইকেট পেয়েছেন মোহম্মদ শামি (Mohammed Shami), অক্ষর প্যাটেল (Axar Patel) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ভারতীয় দল এই রান তাড়া করতে এসে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে ফেলে।

Read More: IND vs ENG 1st ODI: ৬, ৪, ৬, ৪, ৬…অভিষেকেই ধরাশায়ী হর্ষিত রাণা, নাগপুরের বাইশ গজে তাণ্ডব ফিল সল্টের !!

৬৮ বল বাঁকি থাকতেই ম্যাচ জিতলো ভারত

Ind vs eng
IND vs ENG | Image: Getty Images

আসলে আজকের ম্যাচে হাঁটুর চটের কারণে বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। যে কারণে দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনিও আজকের ম্যাচে হার্ষিত রানার মতন অভিষেক করছেন। ভারতের হয়ে বাকি দুটি ফরমেট খেলেছেন তিনি তবে এই ফরমেটে প্রথমবার তাকে আজ খেলতে দেখা গেল। বিরাট কোহলির অনুপস্থিতিতে আজকে ওপেনিং পজিশনে পরিবর্তন দেখা গিয়েছে। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে আজকে ব্যাটিং করতে দেখা যায় যশস্বী জয়সওয়ালকে। অন্যদিকে তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন শুভমান গিল। প্রথম ইনিংসে একটি দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন যশস্বী। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে তাকে সমস্যায় ফেলেছিল জোফরা আর্চার।

২২ বল খেলে তিনটি চারের বিনিময়ে ১৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। এরপর ক্যাপ্টেন রোহিত শর্মা ৭ বলে ২ রান বানিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। আজকের ম্যাচে দলের হয়ে সর্বাধিক রান করেছেন ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। ব্যাট হাতে তিনি ৯৬ বলে ৮৭ রান বানান। এছাড়া মিডিল অর্ডারে ব্যাটিং করতে আসা শ্রেয়াস আইআর ৩৬ বলে নটি চার এবং দুটি ছক্কায় ৫৯ রান বানান। অক্ষর প্যাটেল ৪৭ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৫২ এর ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। ভারতীয় দল ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় সুনিশ্চিত করে নেয়।

Read Also: IND vs ENG 1st ODI: “স্মরণীয় হলো না অভিজ্ঞতা…” ODI অভিষেকে ব্যর্থ যশস্বী, আক্ষেপের সুর সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *