T20 World Cup 2024: নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও কানাডা (IND vs CAN)। তবে বৃষ্টির কারণে ভেস্তে গেল আজকের এই ম্যাচ। বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের জন্য মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও কানাডার। ফ্লোরিডার ময়দানে অনুষ্ঠিত হওয়া আজকের ম্যাচে আগে থেকেই ছিল বৃষ্টির আভাস। বিগত ৪-৫ দিনে ধরেই অনবরত বৃষ্টির ফলে মাঠের পিচ যেমন কভারের তলায় ছিল ঠিক তেমনই আউট ফিল্ডে করছিল জল থৈথৈ। আউটফিল্ড শুকনো করার জন্য বড় বড় তিনটি হেয়ার ড্রয়ারের ব্যাবহার করা হয়। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু করতে ব্যর্থ হয় গ্রাউন্ডসম্যানরা, ম্যাচ ভেস্তে যেতে দুই দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হয়। A’ গ্রুপে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বিরাজমান রইলো টিম ইন্ডিয়া এবং তৃতীয় স্থানে উঠে আসলো কানাডা।
বিশ্বকাপে কানাডার সফরের কথা বলতে গেলে, প্রথম ম্যাচেই আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল কানাডা। তবে প্রথম ম্যাচেই হোস্ট USA’র বিরুদ্ধে লজ্জাজনক পরিণতি হয়েছিল। প্রথমে ব্যাটিং করতে এসে কানাডার বানানো ১৯৫ রান তাড়া করতে এসে ১৭.৪ ওভারেই রান তাড়া করে ফেলে আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে ব্যার্থ হওয়ার পর কানাডাকে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে হয়েছিল এবং এই ম্যাচটিতে ১২ রানে জয় সুনিশ্চিত করে। প্রথম দুই ম্যাচের একটি ম্যাচ জিতে সুপার এইটের কোয়ালিফাই করার স্বপ্ন জেগে ওঠে। তবে পাকিস্তানের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচটি পরাজিত হওয়ার পরেই সুপার এইটে পৌঁছানোর স্বপ্ন ভেঙ্গে যায়।
Read More: T20 World Cup 2024: ইতিহাস থেকে মাত্র ১ রান দূরে থামলো নেপাল, রুদ্ধশ্বাস লড়াইতে জয়ী দক্ষিণ আফ্রিকা !!
সুপার এইটে পৌঁছে গেল টিম ইন্ডিয়া
অন্যদিকে টিম ইন্ডিয়ার কথা বলতে গেলে, প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় সুনিচিত করে বিশ্বকাপের ক্যাম্পেন বেশ জোরালো ভাবে শুরু করেছিল। এরপর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল কেবলমাত্র ১১৯ রান বানাতেই সক্ষম হয়েছিল, এই রান তাড়া করতে এসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় পাকিস্তান। ভারতীয় পেসারদের তৎপরতায় নির্ধারিত ২০ ওভারে ১১৩ রান বানাতে পেরেছিল পাকিস্তান, বিশ্বকাপের মঞ্চে দুই দলের মধ্যে ৮ বারের লড়াইয়ে ভারত ৭-১ ব্যাবধানে এগিয়ে রইলো।
প্রথম দুই ম্যাচে জয়লাভ করে ভারতীয় দল আংশিকভাবে সুপার এইটের জন্য নিজেদের স্থান পাকা করে ফেলে। পাশাপশি, হোস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে A’গ্রুপের প্রথম সুপার এইটের দল হিসেবে কোয়ালিফাই করে টিম ইন্ডিয়া। ভারতকে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের মঞ্চে মুখোমুখি হতে হবে। ভারত তাদের প্রথম সুপার এইটের ম্যাচ খেলবে ২০ জুন বনাম আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচটি খেলবে ২২ জুন বনাম বাংলাদেশ (অফিসিয়ালি কোয়ালিফাই করেনি) এবং সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে ২৪ জুন বনাম অস্ট্রেলিয়া।