সুযোগ পেলেন না ঈশান কিষান, হার্দিক-সূর্যকুমারকে ক্যাপ্টেন করে টি 20 স্কোয়াড ঘোষণা করলো ভারত !! 1

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আবহে শুরু হয়ে গিয়েছে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে চর্চা। বাংলাদেশের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল জয়লাভ করে সিরিজে ১-০ ব্যাবধানে একটি জয় ছিনিয়ে নিয়ে চালকের আসনে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ শুরু হতে না হতে বৃষ্টির কারণে প্রথন দিনে কেবলমাত্র ৩৫ ওভার খেলার পরেই ম্যাচের পরিসমাপ্তি ঘটে। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলে একাধিক পরিবর্তন লক্ষ করা যাবে।

দলে ফিরলেন সূর্যকুমার

Hardik, rohit, gambhir, surya, ind vs ban
Suryakumar Yadav | Image: Getty Images

জানা গিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (IND vs BAN) দল থেকে বাদ পড়বেন শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। একটানা একাধিক ক্রিকেট খেলার জন্য গিল ও জয়সওয়ালকে আপাতত বিশ্রাম দেওয়ার চিন্তাভাবনা করেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। তবে, দলে ক্যাপ্টেন রূপে ফিরছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বুচি বাবু টুর্নামেন্টে চোট পান সূর্যকুমার, কিন্তু রিপোর্ট অনুযায়ী, সূর্য এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিন।

Read More: ঘরের মাঠে সুযোগ না পেয়ে মন খারাপ কুলদীপ যাদবের, টেস্ট ক্রিকেট থেকে নিচ্ছেন অবসর !!

আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (IND vs BAN) জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক করা অভিষেক শর্মাকে ইনিংসের সূচনা করতে দেখা যাবে। শুভমান ও যশস্বীর অনুপস্থিতিতে কারা হতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন জুটি তা নিয়ে রয়েছে জল্পনা। ব্যাটসম্যানদের মধ্যে রিয়ান পরাগ ও নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে। তবে প্রয়োজন পড়লে দুজনকে বোলার হিসাবেও ব্যাবহার করতে পারবেন ক্যাপ্টেন। দলের মিডল অর্ডারের দায়িত্ব থাকবে শিবম দুবে (Shivam Dube) রিঙ্কু সিং (Rinku Singh) ও অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাঁধে। তিনজনই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত।

হার্দিক পান্ডিয়ার কামব্যাকে শক্তি ফিরলো দলে

hardik pandya, ind vs ban
Hardik Pandya | Image: Getty Images

দলের উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং জিতেশ শর্মা (Jitesh Sharma)। তবে আবার একবার ঈশান কিষানকে (Ishan Kishan) উপেক্ষা করলো বিসিসিআই। দলের অলরাউন্ডার হিসাবে ফিরছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাশাপশি স্পিন অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দরকে দেওয়া হয়েছে সুযোগ। পেসারদের তালিকায় অর্ষদীপ সিং (Arshdeep Singh), হার্ষিত রানা (Harshit Rana) সুযোগ পেয়েছেন। এমনকি জাতীয় টি-টোয়েন্টি দলে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন গতিদানব মায়াঙ্ক যাদব, গত  আইপিএলে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়ে নজর কেড়েছিলেন ভক্তদের। এবার তাকে জাতীয় দলে সরাসরি সুযোগ দিল বিসিসিআইয়ের কর্মকর্তারা। দলে বেছে নেওয়া হয়েছে দুইজন স্পিনারকে, রবি বিষ্ণুর (Ravi Bishnoi) পাশাপাশি তিন বছর পর দলে কামব্যাক করলেন বরুন চক্রবর্তী। শেষবার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বরুণকে ভারতীয় দলে খেলতে দেখা গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ২০২৪ সালের আইপিএলে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে জাতীয় দলে এন্ট্রি নিলেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের  T20 স্কোয়াড

অভিষেক শর্মা,  সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, রবি বিষ্ণু, বরুণ চক্রবর্তী, অর্ষদীপ সিং, হার্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

Read Also: IND vs BAN 2nd Test: বৃষ্টি’র কাঁটা দ্বিতীয় দিনেও, চরম সিদ্ধান্ত নিলো ‘বিরক্ত’ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *