IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয় আগেই তুলে নিয়েছিলো ভারতীয় দল। হায়দ্রাবাদ এবং রায়পুরে হারের পরেও দুর্দশা বিন্দুমাত্র কমছে না নিউজিল্যান্ড দলের। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আজ টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিজেদের বোলিং আক্রমণ’কে শক্তিশালী করতে হেনরী শিপলি’কে বাইরে রেখে জেকব ডাফিকে মাঠে নামিয়েছিলো ব্ল্যাক ক্যাপস দল। কিন্তু ইনিংসের শুরু থেকেই ভারতের নয়া ওপেনিং জুটি রোহিত শর্মা এবং শুভমান গিল যেভাবে কিউই বোলারদের ওপর সংহারযজ্ঞ চালালেন তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। মধ্যপ্রদেশের এই মাঠে বরাবরই বড় রান ওঠে। সেই ট্র্যাডিশন আজও বজায় রেখে চার ও ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো রোহিত (Rohit Sharma) এবং শুভমানের (Shubman Gill) ব্যাটে। শতরান করলেন দুজনেই। একসময় যখন মনে হচ্ছিলো ওপেনিং জুটিতে ৩০০ রানের গণ্ডী পেরোনোও অসম্ভব নয়, তখন আরও একবার নিউজিল্যান্ডের ত্রাতা হয়ে দেখা গেলো মাইকেল ব্রেসওয়েলকে (Micheal Bracewell)। প্রথম একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে লড়েছিলেন তিনি। আর আজ ভয়ঙ্কর হিটম্যানকে ফিরিয়ে কিউইদের খানিক অক্সিজেন দিলেন তিনি।
তিন বছর পর শাপমুক্তি, শতরান রোহিতের-

১১০০ দিন, ক্যালেন্ডারের হিসেবে ঠিক ৩ বছর এবং ৫ দিন পর একদিনের ক্রিকেটে শতরান এলো রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে। এর আগে বেশ কিছু ম্যাচে ছন্দে শুরু করেও শতরানের আগেই ক্রিকেটদেবতার রোষানলে পড়ে উইকেট হারাতে হয়েছিলো তা৬কে। কিন্তু আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর কোনো ভুল করলেন না হিটম্যান। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা থেকে তিনি যে বেরিয়ে এসেছেন তার ইঙ্গিত বাংলাদেশ সিরিজ থেকেই দিয়েছিলেন রোহিত (Rohit Sharma)। শ্রীলঙ্কা এবং কিউইদের বিপক্ষে সাম্প্রতিককালেও একাধিক অর্ধশতরান এসেছিলো তাঁর ব্যাটে। কিন্তু কিছুতেই তিন অঙ্ক ছোঁওয়া হচ্ছিলো না তাঁর। আজ সেটাই করে দেখালেন রোহিত। শর্ট বলের বিরুদ্ধে ট্রেডমার্ক পুল হোক বা ফুল লেন্থ ডেলিভারিকে লং অন, লং অফের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলা, সেরা সময়ের রোহিতের ব্যাটিং-এর ঝলক আজ দেখা গেলো ইন্দোরে। টিম সাউদী, ট্রেন্ট বোল্ট নেই। নিউজিল্যান্ড বোলিং আক্রমণে রয়েছেন ব্লেয়ার টিকনার, মিচেল স্যান্টনার (Mitchell Santner), লকি ফার্গুসনেরা (Lockie Ferguson)। এঁদের প্রত্যেককেই মাথা তুলতে দিলেন না রোহিত (Rohit Sharma)। ৯টি চার এবং ৬টি বিশাল ছক্কা মেরে শতরানে পৌঁছেছিলেন তিনি। তখনও বাকি ছিলো ইনিংসের প্রায় অর্দ্ধেকটা। চতুর্থ দ্বিশতকের আশায় বুক বেঁধেছিলেন রোহিত ভক্তেরা। কিন্তু সেই আশা পূর্ণ হলো না আজ। ১০১ রানের মাথায় মাইকেল ব্রেসওয়েলের (Micheal Bracewell) শিকার হলেন ভারত অধিনায়ক। শর্ট বলে প্রিয় শর্ট আর্ম পুল’কে হাতিয়ার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু লাইন বুঝতে ভুল করে ফেলেন। বল আছড়ে পড়ে উইকেটে। আজকের ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এবং সর্বোপরি বিশ্বকাপে নামার আগে আরও আত্মবিশ্বাসী হবেন রোহিত, তা বলাই যায়।
দেখে নিন রোহিত শর্মার উইকেটটি-
— pratyay dey (@DeyPratyay) January 24, 2023