IND vs BAN: আশার আলো দেখালেন ওয়াশিংটন! লিটন দাস'কে আউট করে ভারত'কে ম্যাচে ফেরালেন সুন্দর !! 1

IND vs BAN: দিনটা একদম’ই ভালো যাচ্ছে না ভারতের। আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ঢাকার শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নেমেছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা’রা দলে যোগ দেওয়ায় নিউজিল্যান্ডের সিরিজ হারের গ্লানি ঝেড়ে ফেলে ঝলমলে রূপে ফিরবে ‘টিম ইন্ডিয়া’, এমনটাই মনে করেছিলেন সকলে। কিন্তু বাস্তবে হতশ্রী ব্যাটিং দেখালো ভারত। টসে জিতে ভারত’কে আগে ব্যাট করতে পাঠিয়ে দারুণ চাল খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ভারত’কে আটকে দিলেন ‘টাইগার্স’ বোলার’রা। এবাদত হোসেন নিলেন ৪ উইকেট। আর মাত্র ৩৬ রানে ৫ উইকেট নিয়ে ভারত’কে মাত করলেন শাকিব আল হাসান। ১৮৬ রানে গুটিয়ে যায় ‘মেন ইন ব্লু।’ জবাবে খেলতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও সামলে নিয়েছিলো বাংলাদেশ। দলকে টানছিলেন লিটন এবং শাকিব। লিটন’কে(Litton Das) ফিরিয়ে ভারত’কে খেলায় ফেরালেন ওয়াশিংটন সুন্দর।

রাহুলের তৎপরতায় সাজঘরে লিটন, আশা নেভে নি ভারতের-

Litton Das | image: twitter
Litton Das departs after KL Rahul takes a catch showing his brilliant presence of mind.

প্রথম বলেই নাজমুল হোসেন শান্ত’কে ফিরিয়ে দিয়ে আশা জাগিয়েছিলেন দীপক চাহার(Deepak Chahar)। কিছু পরে আনামুল হক’কে আউট করেন মহম্মদ সিরাজ’ও। কম রানের পুঁজি নিয়ে বল করতে এসে বিপক্ষ’কে গুটিয়ে দিতে পারবে তরুণ ভারতীয় বোলিং লাইন আপ, এমন আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন অনেকে। কিন্তু দেশের মাঠে সহজে দমার পাত্র নয় বাংলাদেশ’ও। নয়া অধিনায়ক লিটন দাস এবং ‘টাইগার্স’ দলের মূল স্তম্ভ শাকিব আল হাসান অনেকটাই গুছিয়ে নিয়েছিলেন বাংলাদেশ ইনিংস’কে। অনেকক্ষণ উইকেট না আসায় হতদ্যম হয়ে পড়ছিলেন ভারতের বোলার’রাও। খুচরো রান হোক বা বাউন্ডারি, ধীরে ধীরে ১৮৭ রানের লক্ষ্যের দিকেই এগোচ্ছিলো বাংলাদেশ। অধিনায়ক লিটন’কে(Litton Das) আউট করে আরও একবার ভারত’কে আশার আলো দেখালেন ওয়াশিংটন(Washington Sundar)। তবে এই উইকেট যতটা না সুন্দরের তারচেয়ে অনেক বেশী কে এল রাহুলের(KL Rahul)। ডান হাতি লিটনের জন্য প্রায় লেগ স্টাম্পের দিকে বল করে বসেছিলেন ওয়াশিংটন(Washington Sundar),সেটিকে ফ্লিক করে ফাইন লেগের দিকে খেলতে চান লিটন। বাংলাদেশ ব্যাটারের মতিগতি বুঝে আগেই লেগসাইডে সরে এসেছিলেন রাহুল, উইকেটের পিছনে ক্যাচ ধরতে কোনো অসুবিধা হয় নি। ৬৩ বলে ৪১ রানের ইনিংস খেলে ফিরলেন লিটন দাস(Litton Das)। এখনও সুযোগ আছে নাকি দেরী হয়ে গেলো অনেক? এই ভাবনাই এখন ভারতীয় সমর্থকদের মনে। দেখে নিন লিটনের উইকেট’টি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *