IND vs BAN: মহিলা ক্রিকেটের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে দিল ভারত। এই জয়ে টিম ইন্ডিয়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। কম স্কোরিং ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে দলকে জয় এনে দেয় ভারতের বোলাররা। টিম ইন্ডিয়ার হয়ে দীপ্তি শর্মা ৩টি ও মিন্নু মানি ২টি উইকেট নেন। দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নেন শেফালি ভার্মা। টিম ইন্ডিয়াকে ৯৬ রানের টার্গেট দেওয়া হয়েছিল। সেই রান তুলে নেয় তারা। প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ভারত।
Read More: হঠাৎ করে কপাল খুলে গেল নীতিশ রানার, টিমে জায়গা করে নেওয়ার পাশাপাশি পেলেন অধিনায়ত্বের দায়িত্ব !!
ভারতীয় বোলাররা করলেন কিস্তিমাত

বাংলাদেশের হয়ে ওপেন করতে আসেন শামীমা সুলতানা ও রানী। ৫ রান করে আউট হন সুলতানা। ৪ বল মোকাবিলা করে একটি চার মারেন তিনি। রানী ৬ বল মোকাবেলা করে ৫ রান করেন। একটি চার মারেন তিনিও। মুর্শিদা খাতুন ১৫ বলে ৪ রান করেন। রিতু মনি ৬ বল খেলে করে করেন ৪ রান। ১৭ বলে ৭ রান করেন ঝর্ণা আক্তার। ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। ৫৫ বল খেলে তিনি মারেন ২টি চার। তাকে প্যাভিলিয়নের পথ দেখান দীপ্তি শর্মা। ফাহিমা খাতুন ও মারুফা আক্তার খাতা না খুলেই আউট হন।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা। দীপ্তি ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। শেফালি ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। মিন্নু মানি ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন। মেডেন ওভার আউট করেন তিনি। ৪ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন আনুশা। এক ওভারে ১০ রান দেন পূজা ভাস্ত্রকার। তিনি একটিও উইকেট পাননি।
এ দিন, প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান করে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার শেফালি ভার্মা। ১৪ বলে ৪টি চার মেরেছেন তিনি। ইয়াস্তিকা ভাটিয়া ১৩ বলে ১১ রান করেন। ১৩ রানের অবদান রাখেন স্মৃতি মান্ধানা। মন্ধনা ১৩ বল খেলে ২টি চার মারেন। আমনজোত কৌর ১৪ রান করেন। মিন্নু মানি অপরাজিত ৫ ও পূজা ভাস্ত্রকার অপরাজিত ৭ রান করেন ভারতের হয়ে।