শুভমান গিলের শতরান, ২১ বল বাঁকি থাকতে বাংলাদেশকে দুরমুশ করলো টিম ইন্ডিয়া !! 1

IND vs BAN: সমাপ্ত হলো ভারত এবং বাংলাদেশের ভিতরের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর (Champions Trophy 2025) দ্বিতীয় ম্যাচ। আজকের ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাঠের পরিস্থিতির কথা বিচার করে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নেন শান্ত যদিও বাংলাদেশ দলের সূচনা টা একেবারেই মনঃপুত হয়নি প্রথম ওভারেই নিজের উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার (Soumya Sarkar)। এমনকি দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন শান্ত ০ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন।

শুরুতে দুই উইকেট হারানোর পর পাওয়ার প্লের ভিতরেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ১৫৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে জাকের আলী (Jaker Ali) এবং তৌহিদ হৃদয়ের (Towhid Hriday) মধ্যে। বাংলাদেশ দলের হয়ে ১১৮ বলে ১০০ রান বানান হৃদয় এবং ১১৪ বলে ৬৮ বানান জাকের। দুই তরুণ ব্যাটসম্যানের প্রদর্শনে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৮ রান বানায়। ভারতীয় দলের হয়ে মোহম্মদ শামি ৫ উইকেট তুলে নেন। পাশাপশি হার্ষিত রানা ৩টি এবং অক্ষর প্যাটেল ২টি উইকেট তুলে নেন।

Read More: CT 2025: বিরাটকে আউট করে ‘ফ্লাইং কিস’-এ উদ্‌যাপন রিশাদের, ভাইরাল হলো ভিডিও !!

ছয় উইকেটে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া

Ind vs ban
IND vs BAN | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে আবার একবার বিধ্বংসী সূচনা দেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। পাওয়ার প্লের ভিতরেই ৬৯ রান তুলে ফেলে ভারত, তবে পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারিয়ে ফেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৩৬ বলে ৭টি চারের বিনিময়ে ৪১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। তিনে ব্যাটিং করতে এসে ছন্দ খুঁজতে ব্যার্থ হন বিরাট কোহলি। ৩৮ বলে ২২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজে অসাধারণ ছন্দে থাকা শ্রেয়স আইয়ার চারে ব্যাটিং করতে আসেন। তাকে দেখে বেশ আত্মবিশ্বাসী মনে হলেও মুস্তাফিজের বলে বড় শট খেলতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন শ্রেয়স। ১৭ বলে ১৫ রান বানিয়ে উইকেট হারান শ্রেয়স।

টিম ম্যানেজমেন্ট বারবার মিডিল অর্ডারে বাঁহাতি ব্যাটম্যানের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিল। আজকে পাঁচে ব্যাটিং করতে দেখা গিয়েছিল অক্ষর প্যাটেলকে। তবে বল হাতে তিনি আজ স্বপ্নের ফর্মে থাকলেও ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ১০১ রানের ইনিংস খেললেন শুভমান গিল (Shubman Gill)। ১২৯ বলে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির বিনিময়ে ১০১ রান বানিয়েছেন শুভমান ও ৪৭ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেএল রাহুল। দুজনের লড়াকু ব্যাটিংয়ে ভারত ২১ বল বাঁকি থাকতেই ৬ উইকেটের বিনিময়ে জয় সুনিশ্চিত করলো।

Read Also: CT 2025 IND vs BAN Highlights: দুবাইয়ের মাঠে চূর্ণ বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *