IND vs BAN: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী রাষ্ট্র ক্রিকেটের ময়দানে যখনই মুখোমুখি হয়েছে, ছিটকে বেরিয়েছে স্ফুলিঙ্গ। আসন্ন টেস্ট সিরিজেও তেমনটা দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারত ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। ইতিমধ্যেই চেন্নাইয়ের প্রথম টেস্টের জন্য দল’ও ঘোষণা করে দিয়েছে তারা। অন্যদিকে সদ্য পাকিস্তানের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ২-০ সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ’ও। বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তে প্রস্তুত নয় তারাও। সিরিজ শুরুর ঠিক এক সপ্তাহ আগে ভারত সফরের জন্য ষোল সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি (BCB)। অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশেল রয়েছে দলে।
Read More: গৌতম গম্ভীরের জায়গায় KKR’ দলে এন্ট্রি নিলেন রিকি পন্টিং, সংবাদ মাধ্যমে করলেন বড় খোলাসা !!
নেতৃত্বে শান্ত, শক্তিশালী ব্যাটিং টাইগারদের-
পাকিস্তানের বিরুদ্ধে নজর কেড়েছিলেন ওপেনার সাদমান ইসলাম (Sadman Islam)। ভারতের বিরুদ্ধেও বাংলাদেশের অন্যতম বাজি হতে পারেন তিনি। তাঁর সঙ্গী হতে পারেন জাকির হাসান। ইতিপূর্বে চট্টগ্রামে ভারতের বিপক্ষে (IND vs BAN) শতরান করার নজির রয়েছে তাঁর। নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে মেসি’কে অনুকরণ করে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পারবেন তার পুনরাবৃত্তি করতে? উত্তরের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া। অভিজ্ঞ মোমিনুল হক’কে (Mominul Haque) রাখা হয়েছে স্কোয়াডে। ২০১৯ সালে বাংলাদেশ যখন শেষবার ভারতের মাটিতে টেস্ট খেলেছিলো, তখন দলের অধিনায়ক ছিলেন মোমিনুল। মিডল অর্ডারে দলের অন্যতম ভরসা হতে পারেন তিনি। বহু যুদ্ধের দুই নায়ক মুশফিকুর রহিম ও শাকিব আল হাসান’ও (Shakib Al Hasan) রয়েছেন দলে।
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শতরান করে সাড়া ফেলে দিয়েছেন লিটন দাস (Litton Das)। কঠিন সময়ে বারবার ত্রাতা হয়ে দাঁড়িয়েছে তাঁর ব্যাট। ভারতের বিরুদ্ধেও বাংলাদেশের ‘তুরুপের তাস’ হতে পারেন তিনি। টিম ইন্ডিয়ার বিপক্ষে (IND vs BAN) লিটনের পারফরর্ম্যান্সও বেশ ভালো। যা আশ্বস্ত করতে পারে কোচ চাণ্ডিকা হাথুরুসিঙ্ঘে’কে। ২০২২-এ প্রায় একক দক্ষতায় ওডিআই সিরিজে ‘মেন ইন ব্লু’কে হারিয়ে দিয়েছিলেন মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। তারকা অলরাউন্ডার আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশের অন্যতম বড় বাজি। পাকিস্তানের ব্যাটিং ও বোলিং-দুই ভূমিকাতেই নজর কেড়েছেন তিনি। হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। ভারতেও সেই পারফর্ম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন মিরাজ। এছাড়াও মাহমুদুল হাসান জয় ও জাকের আলি’ও (Zaker Ali Anik) রয়েছেন স্কোয়াডে।
পেস বিভাগের উপর ভরসা রাখছে বাংলাদেশ-
ভারতের মাঠে স্পিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা আন্দাজ করতে পারছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। শাকিব, মেহদী’র মত স্পিনার রয়েছেন তাঁদের স্কোয়াডে। পাশাপাশি জায়গা করে দেওয়া হয়েছে তাইজুল ইসলাম (Taijul Islam), নাইম হাসান’দের। তবে পাকিস্তান সফরের পর স্পিনের পাশাপাশি পেস বিভাগেও বিশেষ গুরুত্ব দিচ্ছে টাইগার বাহিনী। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ১০ ইনিংসই নিয়েছিলেন পেসাররা। ভারতের বিরুদ্ধেও গতির ঝড় তুলতে চায় বাংলাদেশ। তাদের ষোল সদস্যের স্কোয়াডে ফাস্ট বোলার রয়েছেন চার জন। অভিজ্ঞ তাস্কিন আহমেদের (Taskin Ahmed) সাথে জায়গা করে দেওয়া হয়েছে তরুণ নাহিদ রাণা (Nahid Rana), হাসান মাহমুদ (Hasan Mahmud) ও খালেদ আহমেদ’কে। চেন্নাইতে প্রথম এগারোয় তাস্কিনের সাথে নাহিদ ও হাসান মাহমুদের খেলার সম্ভাবনা। কানপুরে ব্যবহার করা হতে পারে খালেদ’কে।
এক নজরে সম্পূর্ণ বাংলাদেশ স্কোয়াড-
Bangladesh Test Squad for the India Tour 2024#BCB #Cricket #BDCricket #Bangladesh #INDvsBAN pic.twitter.com/1npeXGgkix
— Bangladesh Cricket (@BCBtigers) September 12, 2024