IND v BAN: ভারতীয় ক্রিকেট দল এই মুহুর্তে একটি দুর্দান্ত ছন্দের মধ্য দিয়ে যাচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শিরোপা জয়লাভ করেছে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় করার পর ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশকে পরাজিত করে টিম ইন্ডিয়া। গতকাল বাংলাদেশকে পরাস্ত করে এখন সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যাবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছে টিম ইন্ডিয়া।
গোয়ালিওরে প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটে জয়লাভ করেছিল এবং গতকাল দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচটি আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে। এখন জল্পনা শুরু হয়েছে ভারতীয় দলের তৃতীয় ম্যাচের একাদশ নিয়ে। ভারত ও বাংলাদেশের (IND v BAN) তৃতীয় T20 ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশে বড় পরিবর্তন হতে পারে।
Read More: “ছাতু বানিয়ে দিলো…” বাংলাদেশের বিরুদ্ধে ২২২ রানের পাহাড় সমান লক্ষমাত্রা রাখলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
তৃতীয় ম্যাচ থেকে বাদ পড়ছেন স্কাই-হার্দিক
জানা গিয়েছে এই ম্যাচে দলে ৩ জন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া যাবে। এই তিনজন খেলোয়াড় আর কেউ হতে পারেন না অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং আরশদীপ সিং (Arshdeep Singh)। চলতি সিরিজে এই তিনজন খেলোয়াড় দুর্দান্ত পারফর্ম করেছে। যেহেতু ভারত এই সিরিজে আপাতত ২-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে, তাই তাদের বিশ্রাম দিতে চায় বিসিসিআই (BCCI)। আপাতত এই সিরিজে ক্যাপ্টেন সূর্য বানিয়েছেন ৩৭ রান, হার্দিক ৭১ রান সহ নিয়েছেন ১ উইকেট এবং আরশদীপ ৪ উইকেট নিয়েছেন।
তাছাড়া, ভারত বনাম বাংলাদেশ (IND v BAN) এর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই সিরিজে এখন পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি সঞ্জু। দুই ম্যাচে মাত্র ৩৯ রান বানিয়েছেন সঞ্জু স্যামসন, প্রথম ম্যাচে বড় রান করার সুযোগ থাকলেও তিনি ব্যার্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে তৃতীয় ম্যাচে সঞ্জুকে সুযোগ দেবেন না কোচ গৌতম গম্ভীর। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সূর্য না খেললে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে রিঙ্কু সিংকে দেখা যেতে পারে, গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ার হলেন রিঙ্কু। পাশাপাশি তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়েও গত মৌসুমে একসাথে কাজ করেছেন। তাই রিঙ্কু সিং দলে ক্যাপ্টেন হিসাবে এন্ট্রি নিতে পারেন ।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
তিলক ভার্মা, অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, জিতেশ শর্মা, রিংকু সিং (C), ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, হর্ষিত রানা।