দুই ম্যাচের টেস্ট সিরিজে (IND vs BAN) দ্বিতীয় টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়ে ভারতের (India) কাছে হেরে গেল বাংলাদেশ (Bangladesh)। চতুর্থ দিন জয়ের জন্য দুই দলের জন্যই ছিল সমান সুযোগ ছিল। মেহেদী হাসান মিরাজের স্পিনের সামনে হঠাৎ করে জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে এই ম্যাচ থেকে জয় তুলে নেন শ্রেয়াস আইয়ার ও অশ্বিন। তাদের লড়াকু ব্যাটিংয়ের ওপর ৩ উইকেটে জয় তুলে নেয় ভারত। বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে বড় দিনে জয় উপহার দিল ভারত। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও জয় পায় টিম ইন্ডিয়া। টানা দুই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল কেএল রাহুলের দল। ওয়ানডে সিরিজ হারার পর ভালোই বদলা নিল টিম ইন্ডিয়া।
মিরাজের স্পিনে লড়াইয়ে ফেরে বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের শেষ ভাগে তিন উইকেট নিয়ে বাংলাদেশের আশা জিইয়ে রাখেন মিরাজ। রবিবার, টেস্টের চতুর্থ দিনও দলকে আশা দেখান তিনি। দিনের শুরুতেই তুলে নেন আরও দুটি উইকেট। সঙ্গে সাকিব নেন আরও একটি উইকেট। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। কিন্তু অশ্বিন (R Ashwin) আর শ্রেয়াসের (Shreyas Iyer) জুটিতে বিপদ থেকে বেঁচে যায় ভারত। দলকে জেতানোর পথে শ্রেয়াস করেন ৪৬ বলে ২৯ রান। অন্যদিকে অশ্বিন উপহার দেন ৬২ বলে ৪২ রানের ইনিংস। এই জয়ের পর বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হারার পর টেস্টে পদ্মাপারের দেশকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
ম্যাচ হেরে কী বললেন সাকিব?
এ দিন ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, “আমরা সবাই জানতাম যে মিরপুরে আমাদের সুযোগ আছে। দারুণ টেস্ট হয়েছে, এটাই দর্শকরা ভালোবাসে। দুই দলই ভালো খেলেছে। চাপ সামলে দারুণ জুটি গড়েছে শ্রেয়াস ও অশ্বিন। এর জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। ওদের যখন জয়ের জন্য ৭০ রানের মতো দরকার তখন আমাদের একটি উইকেট পেলেই হত। কিন্তু আমরা সেটা পারিনি। অনেক কিছু হতে পারত। তবে যেভাবে আমরা লড়েছি তাতে আমরা গর্বিত। এই বছর আমাদের জন্য বেশ কিছু ভালো মুহূর্ত ছিল। কিন্তু আশা করি, আগামী বছর বাংলাদেশের জন্য অনেক ভালো হবে।”