IND vs BAN: বাংলাদেশকে ৮৬ রানে পরাস্ত করে সিরিজে ২-০ ব্যাবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা নির্ধারিত ২০ ওভারে ২২১ রান বানিয়েছে। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩৪ বলে ৪টি চার এবং ৭টি ছক্কার বিনিময়ে ৭৪ রান বানিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ৩ উইকেট হারিয়ে ফেলে। পাওয়ার প্লেতে ভারতীয় দল ৪৫ রান বানাতেই সক্ষম হয়েছিল। বাংলাদেশি পেস আক্রমণের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের কোনো জবাব ছিল না।
তবে পাওয়ার প্লের পর ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করলো তাতে বাংলাদেশি দল পুরোপুরি ব্যাকফুটে চলে যায়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটি করেন রিঙ্কু সিং (Rinku Singh) । ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫৩ রান বানান। তাকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। যিনি ১৯ বলে ২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩২ রানের একটি ইনিংস খেলেন। তাছাড়া শেষের দিকে রিয়ান পরাগের ৬ বলে ১৫ ও অর্ষদীপের ২ বলে ৬ রানের বিনিময়ে ভারতীয় দল ২২১ রান বানিয়ে ফেলে। জবাবে ব্যাটিং করতে এসে ১৩৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
READ MORE: IND vs BAN 2nd T20i: “টি-২০তেও হোয়াইটওয়াশ হবে…” দাপুটে জয় ভারতের, শান্ত-লিটনদের কটাক্ষে ভরালো নেটমাধ্যম !!
৮৬ রানে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া
বাংলাদেশের হয়ে ৩৯ বলে ৩ ছক্কার বিনিময়ে ৪১ রান বানান মামদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে ১৬ রান বানান পারভেজ হোসেন ইমন, ১৪রান বানান লিটন দাস এবং ১৬ বলে ১৬ রান বানান মেহেদী হাসান মিরাজ। তাছাড়া বাঁকি ব্যাটসম্যানরা ১০ রানের গন্ডিও টপকাতে সক্ষম হয়নি। অন্যদিকে ভারতীয় দলের হয়ে ২টি করে উইকেট নেন নীতিশ রেড্ডি এবং বরুণ চক্রবর্তী। তাছাড়া ১টি করে উইকেট নেন অর্ষদীপ সিং, ওয়াসিংটন সুন্দর, মায়ঙ্ক যাদব, রিয়ান পরাগ ও অভিষেক শর্মা। ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে (IND vs BAN) জয়লাভ করে সিরিজ জয় করে নিলো।